2025-02-12
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

যুবাদের অঙ্গীকার পূরনে ভারতীয় জনতা যুব মোর্চা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- 2023 বিধানসভা নির্বাচনকে লক্ষ্যবস্তু করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে ভারতীয় জনতা যুব মোর্চা। প্রতিদিন সকালে বাড়ি বাড়ি গিয়ে যুবক যুবতীদের সাথে জন সম্পর্ক অভিযানে মিলিত হচ্ছে ভারতীয় জনতা যুব মোর্চা। তার পাশাপাশি এলাকার বৃদ্ধা বনিতাদের কাছ থেকে জেনে নেওয়া হচ্ছে রাজ্য সরকার যে সমস্ত সুযোগ সুবিধা তাদের জন্য দিয়ে রেখেছে সেগুলো সঠিকভাবে পাচ্ছে কিনা, এবং এলাকায় কি কি অসুবিধা রয়েছে সেসব বিষয়েও অবগত হচ্ছেন যুব মোর্চার ভাইয়েরা। এদিক থেকে কিছুটা এগিয়ে অন্যতম নজির গড়েছেন 9 বনমালীপুর ভারতীয় জনতা যুব মোর্চা। এলাকার বাড়ি বাড়ি গিয়ে সমস্ত যুবকদের এককাট্টা করে একই সুতোয় বেঁধে যুব শক্তিকে আরো বেশি সম্প্রসারিত করার লক্ষ্যে চালিয়ে যাচ্ছে বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযান। অভিযানে বেরিয়ে রাষ্ট্রবাদী সরকার যুবক যুবতীদের জন্য যে সমস্ত সুযোগ-সুবিধা এবং প্রকল্প বাস্তবায়ন করেছে সেসব বিষয়েও অবগত করিয়ে দিচ্ছেন, তার পাশাপাশি তাদের যেকোনো অসুবিধার ক্ষেত্রে পাশে থাকার আশ্বাস প্রদান করছেন। অভিযানে বেরিয়ে 9 বনমালীপুর মন্ডলের যুব মোর্চার সভাপতি রাজা সাহা বলেন বিগত দিনের সরকারের আমলে যুবক-যুবতীরা নানা রকম ভাবে বঞ্চিত হয়েছেন, তাছাড়া নেশা কারবারের মত জঘন্যতম কাজে যুবকদের নিয়োজিত করেছেন। কিন্তু আজ ভারতীয় জনতা পার্টির সরকারের আমলে যুবক যুবতীদের মেধাকে কাজে লাগিয়ে রাজ্য এবং দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেদিকে লক্ষ্য রেখে চলছে যুবক যুবতীদের ঘরে চলো অভিযান। তাছাড়া এদিন তিনি আরও বলেন যুবক যুবতীদের ঘরে গিয়ে বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকার তাদের জন্য কি কি সুযোগ-সুবিধা এবং প্রকল্প রেখেছে সেসব বিষয়ে অবগত করার মাধ্যমে তাদের ভবিষ্যৎ কে আরো কিভাবে উজ্জ্বলতর করা যায় সেদিকেও লক্ষ রাখা হচ্ছে বলে। অভিযান কর্মসূচিতে উপস্থিত রয়েছেন 9 বনমালীপুর মন্ডল যুব মোর্চা সভাপতি রাজা সাহা, সহ-সভাপতি আকাশদীপ সাহা, সাধারণ সম্পাদক সুমণ ভৌমিকসহ অন্যান্য যুবমোর্চার নেতৃত্বরা।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service