2024-12-23
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

রাজধানী শকুন্তলা রোড এলাকায় পুর নিগমের উদ্যোগে চালানো হয় উচ্ছেদ অভিযান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বিগত অনেক বছর যাবত ধরে বৃষ্টির জলের কারণে আগরতলার শকুন্তলা রোডসহ শহর শহরের বিভিন্ন জায়গায় জল জমে থাকে, রাজ্য সরকারের পক্ষ থেকে সঠিক ব্যবস্থা না নেওয়ার ফলেই এরকম অবস্থায় পরিণত হয়েছে। শেষ পর্যন্ত পৌরনিগমের ঘুম ভেঙেছে, বুধবার আগরতলার শকুন্তলা রোড এর বেআইনিভাবে দখল উচ্ছেদ অভিযান শুরু করেন পৌরনিগমের পক্ষ থেকে। দেখা গিয়েছে আগরতলার শকুন্তলার রোড সংলগ্ন এলাকায় যে সমস্ত ব্যবসায়ীরা আছেন তারা সবাই ড্রেন এর উপর স্লেপ বসিয়ে রেখেছে যার কারনে বৃষ্টির জলে যাতায়েত করতে পারতো না। আর সেই সব জল রাস্তায় উঠে জল জমে থাকতো। পুরনিগম এর পক্ষ থেকে কমিশনার শৈলেশ কুমার যাদব, কর্পোরেটর রত্না দত্ত অনেক বার দোকানদার দেরকে বলার পরেও তারা ড্রেন এর উপর স্লেপ সরায়নি তার কারনেই বুধবার বেআইনিভাবে দখল উচ্ছেদ অভিযান শুরু করেন। এই দিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কর্পোরেটর রত্না দত্ত বলেন জনগনে সুবিধার জন্য করা হচ্চে তাই কেউ খারাপ পাবেন না, আমি আশা রাখছি এখানে উপস্থিত ব্যবসায়ীবৃন্দরা জনকল্যাণে গৃহীত এই কাজে সহযোগিতা প্রদান করবেন বলে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service