জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- মঙ্গলবার সন্ধ্যায় বনমালীপুরের কার্যকর্তা ও সাধারণ নাগরিকদের সাথে সাক্ষাতে মিলিত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন তিনি নিজ বিধানসভা কেন্দ্র বনমালীপুরের কার্যকর্তাদের সাথে মত বিনিময় সভা করেন এবং এদিন তিনি বলেন আমি যাওয়ার জন্য আসিনি, সংগঠন ও সরকারের ইচ্ছাকৃত অহীতকারী ব্যক্তিদের কোনভাবেই প্রশ্রয় দেওয়া হবেনা। আমার সকল শক্তির উৎস ও জীবনের পরম প্রাপ্তি সাধারনের এই অকৃত্রিম স্নেহ ও আস্থা। এই সাধারনের মধ্যে থেকে উঠে আসা আমি, আপনাদের পরিবারেরই একজন। তাছাড়া এদিন তিনি আরো বলেন সরকার ও নাগরিকদের মধ্যেকার সেতু বন্ধন ভাবনার উর্দ্ধে উঠে, আমার প্রচেষ্টা থাকবে রাজ্যের প্রতিটি প্রান্তে পৌঁছে, কেন্দ্র ও রাজ্যের সমস্ত প্রকল্প রূপায়নের বাস্তবিক অভিজ্ঞতা সঞ্চয় ও জড়তা নির্মূলীকরণ l নাগরিক প্রত্যাশার প্রতি যথার্থ সম্মাননাই আমাদের অন্যতম প্রাধান্য l ২৩ বিধানসভা নির্বাচনের লক্ষ্যে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আত্মনিবেশ করবো l এদিনের অনুষ্ঠানে দলীয় কর্মীসমর্থকদের উপস্থিতি ছিল লক্ষনীয়।
রাজ্য
নাগরিক প্রত্যাশার প্রতি যথার্থ সম্মাননাই আমাদের অন্যতম প্রাধান্য- বিপ্লব কুমার দেব
- by janatar kalam
- 2022-05-18
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this