2025-02-24
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

স্বচ্ছতার সাথে সমস্ত সুযোগ বন্টই, আমাদের প্রাধান্য- বিপ্লব কুমার দেব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্যের মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ এবং মহিলা ক্ষমতায়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপের জন্য, প্রতাপগড়ে আয়োজিত হয় ধন্যবাদ সমাবেশ। এদিনের সমাবেশে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন নিরাশা ও পরনির্ভরশীল মানসিকতা থেকে উত্তরণের মাধ্যমে স্বনির্ভরতার পথ খুঁজে পাওয়া অনেক মহিলাদের উপর এখন পুরুষরা পর্যন্ত অর্থনৈতিক নির্ভরশীল হচ্ছেন l নারী শক্তির বাস্তবিক উন্মেষের এক অনন্য নজির l প্রশাসনিক ও সামাজিক প্রতিটি ক্ষেত্রে মহিলাদের আক্ষরিক ক্ষমতান দ্বারা যথার্থ আত্মসম্মান ও সমস্ত অধিকার সুনিশ্চিতিকরণে সংকল্পবদ্ধ ভাবে, নানাবিধ পরিকল্পনা সফল বাস্তবায়িত হচ্ছে ও সাধারণের মধ্যে থেকেই, ত্রিপুরাবাসীর অকৃত্রিম আস্থা মুখ্যমন্ত্রী পর্যন্ত যাত্রা পথকে সুগম করেছে l জন আস্থার প্রতি যথার্থ সম্মাননা স্বরূপ, সুযোগ মিললেই সাধরনের মধ্যে মিশে গিয়ে তাঁদের প্রত্যাশা ও তার প্রাপ্তি পথ নির্ণয়ের উদগ্রীবতা, আমাকে ভীষণ ভাবে উজ্জীবিত করে l প্রত্যেক নাগরিকদের অধিকার সুনিশ্চিতকরণের মাধ্যমে তাঁদের মুখের হাসি ধরে রাখাই আমাদের অঙ্গীকার বলে জানান মুখ্যমন্ত্রী। তাছাড়া তিনি এদিন আরও বলেন উদ্দেশ্য যখন সৎ, তখন কোনো প্রতিবন্ধকতাই জন আস্থায় চির ধরাতে ব্যর্থ l প্রবল বারিধারাকে হেলায় তুচ্ছ করে, প্রতাপগড়ে আয়োজিত ধন্যবাদ সভা স্থল যেন জন প্লাবন l স্বচ্ছতার সাথে সমস্ত সুযোগ বন্টই, আমাদের প্রাধান্য l আপনাদের এই উচ্ছ্বাস, রাজ্যের কল্যাণে আরও অধিক আত্মনিবেশে আমাকে মানসিক শক্তি প্রদানের দ্বারা অনুপ্রেরনার সঞ্চার করে l বৃষ্টিস্নাত উপস্থিত প্রত্যেকের প্রতি র‌‌ইলো এক রাশ কৃতজ্ঞতা ল এদিনের সমাবেশে দলীয় কর্মীসমর্থকদের উপস্থিতি ছিল লক্ষনীয়।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service