জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- খুমুলংয়ের আইপিএফটি যুব সংস্থায় একটি বড় বিরতি। এডিসি নির্বাচনে, আইপিএফটি পর্বতমালায় শক্তি ক্ষতির চিত্রটি প্রকাশিত হয়েছিল। এই পরিস্থিতিতে সামনে বিধানসভা নির্বাচন। বিজেপিও জোট ভাঙার চেষ্টা করছে। এবার আইপিএফটি খুমুলং ভেঙে দিয়েছে। বুধবার, আইপিএফটি-র খুমুলং এলাকার দু’জন সহ-সভাপতির নেতৃত্বে ৪৪ আইপিএফটি নেতারা দলত্যসগ বিজেপিতে যোগদান করেছেন। এদিন আরও অনেকের যোগ দেওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে আসতে পারেননি। রাজ্য বিজেপির সভাপতি ডাঃ মানিক সাহা, পার্টির সহ-সভাপতি রাজীব ভট্টাচার্য, তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী সুশন্ত চৌধুরী, সাধারণ সম্পাদক পাপিয়া দত্ত, টিঙ্কু রায় এবং অন্যান্যরা নতুন আগতদের স্বাগত জানিয়েছেন। রাজ্য বিজেপি সভাপতি বলেছেন, অন্যরা পরে যোগ দেবে।
রাজ্য
পছন্দ মথা নয়, পাহাড়ে শক্তি বাড়ছে বিজেপির
- by janatar kalam
- 2022-05-11
- 0 Comments
- Less than a minute
- 4 years ago




Leave feedback about this