জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আমরা সবাই মিমিক্রি আর্টিস্টের নাম শুনেছি যার গলা দিয়ে বের হয় বিভিন্ন পশু পক্ষীর আওয়াজ, যেটা দিয়ে এরা পথচলতি মানুষ কিংবা অডিয়েন্সে বসে থাকা মানুষদের আনন্দ প্রদান করে থাকেন। এমনই একজন শিল্পী আমাদের রাজ্যের হরবোলা শংকর। গত 27 এপ্রিল সকলকে ছেড়ে দিয়ে না ফেরার দেশে চলে গেলেন হরবোলা শংকর। আর দেখা যাবে না ওকে, ওর গলা দিয়ে বের হওয়া বিভিন্ন পশু পাখির আওয়াজ আর শুনতে পাবে না রাজ্যবাসী। হরবোলা শংকর আমাদের মাঝে না থাকলেও চিরতরে জীবিত থাকবে ওর কলাকৌশলী। আজ তথা সোমবার সেই হরবোলা শংকরের শ্রাদ্ধানুষ্ঠান, উনার শ্রাদ্ধানুষ্ঠানে উনার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে ওপারে যেন তিনি ভালো থাকেন তার কামনা করা হচ্ছে। তাছাড়া আমরা পাঠ্যপুস্তক এর পাতায় এবং বাস্তব জীবনে হরভোলা শংকরকে স্বচক্ষে দেখতে পেয়েছি, কিন্তু প্রশ্ন রয়েছে আগামী ভবিষ্যৎ প্রজন্ম পাঠ্যপুস্তক এর পাতায় কিংবা বাস্তব জীবনে হরবোলা শঙ্করের কলাকৌশলীকে উপভোগ করতে পারবে কিনা?
রাজ্য
ওপারে ভাল থেকো হরভোলা, তোমার শ্রাদ্ধানুষ্ঠানে তোমাকে জানাই শতকোটি প্রনাম
- by janatar kalam
- 2022-05-09
- 0 Comments
- Less than a minute
- 4 years ago




Leave feedback about this