2025-01-11
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

সংগঠনের মান, পৃষ্ঠাপ্রমূখদের সম্মান- মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রবিবার ৮ -টাউন বড়দোয়ালী মন্ডলের উদ্যোগে ভারতীয় জনতা পার্টির পৃষ্ঠা প্রমুখ সম্মেলনের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন সংগঠনের মান, পৃষ্ঠাপ্রমূখদের সম্মান।
পৃষ্ঠা প্রমুখদের প্রাণবন্ততা, দায়িত্বের প্রতি একাগ্রতা ও উচ্ছ্বাস আমাকে ভীষণভাবে উজ্জীবিত করে l পৃষ্ঠা প্রমুখগণ ভারতীয় জনতা পার্টির প্রাণ শক্তি l সহস্র প্রতিবন্ধকতা ও রক্ত চক্ষুকে হেলায় তুচ্ছ করে, দেবতুল্য কার্যকর্তা ও পৃষ্ঠা প্রমুখদের দ্বারা স্থাপিত নিবিড় জন সংযোগ ও মোদীজির প্রতি আস্থা, দীর্ঘ অপশাসন মুক্ত হয়ে, দেশের মূল বিকাশ ধারায় সম্পৃক্ত হয়েছে ত্রিপুরা l তাছাড়া এদিন তিনি আরো বলেন ” আমি ” ভাবনা মুক্ত হয়ে, সম্মিলিত ” আমরা ” ভাবনা নিয়ে ভারতীয় জনতা পার্টির সংস্কার, সাংগঠনিক নীতি নির্দেশিকা ও অনুশাসন পথে অগ্রগামীতার দ্বারা আত্মনিষ্ঠ কর্মদক্ষতা, আগামীর সাফল্য পথে গতি সঞ্চারনে সহায়ক l সংগঠনে নব প্রজন্মের আত্মনিবেশ ও অনুকূল পরিমন্ডল দ্বারা আগামীর ভারতীয় জনতা পার্টির সুদক্ষ নেতৃত্ব হিসেবে তুলে ধরা আবশ্যক l সমস্ত অশুভ চিন্তন ও সংস্পর্শ মুক্ত থেকে সত্যনিষ্ঠ পথে, পরোপকারী ভাবনায় নিবিড় জন সংযোগ ও ন্যস্ত দায়িত্ব যথার্থ প্রতিপালন, অর্জিত জন আস্থায় সুযোগ্য নেতৃত্ব হিসেবে উঠে আসার সহায়ক বলে অভিমত ব্যক্ত করেন।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service