2024-12-23
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজির কাজের প্রতি স্পৃহা ও গতিকে অনুসরণ করেই সরকার কাজ করছে- মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা প্রতিনিধিঃ- আজ ধলাই জেলায় মহাবীর টি এস্টেট এসবি স্কুল মাঠে আয়োজিত হয় বিভিন্ন সুবিধাভোগীদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন বর্তমানে চা আর্থ সামাজিক জীবন মান বিকাশে মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যান প্রকল্প-সহ গুচ্ছ পরিকল্পনা সফল রূপায়ণের পাশাপাশি শ্রমিকদের আত্মসম্মান সুনিশ্চিত হয়েছে l সোসাইটি বা শ্রমিকদের যুক্ত করে, পরিত্যক্ত চা বাগিচা গুলিকে পুনঃ উজ্জীবিতকরণের লক্ষ্যে পরিকল্পনা গৃহীত হয়েছে। তাছাড়া এদিন তিনি আরো বলেন রাজনৈতিক ক্ষীণ স্বার্থে রাজ্যের স্বভিমানী বাগিচা শ্রমিকদের আবেগ ও ভরসা বিগত দিনে শুধুই ব্যবহৃত হয়েছে l কিন্তু, বর্তমানে আন্দোলনে ব্যাস্ত করে রাখার বদলে, বিভিন্ন সহায়তায় কৃষকদের জমিতে সময় অতিবাহিতকরণের অনুকূল পরিমন্ডল ও অন্তিম ব্যক্তি পর্যন্ত পাকা বাড়ি সুনিশ্চিতিকরণে প্রাধান্যের ভিত্তিতে কাজ চলছে l পরিশ্রুত পানীয় জল, গ্যাস, সব ঋতুতে ব্যবহারযোগ্য রাস্তা, বিদ্যালয়, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, নির্দিষ্ট ছাত্র ছাত্রীদের মোবাইল, বাই-সাইকেল, পাঠ্য বই, সৌর লণ্ঠন, মেধা বৃত্তি সহ অন্যান্য সহায়তা প্রদান করা হচ্ছে l তাছাড়াও সামাজিক ভাতা, স্বাস্থ্য বীমা, স্বনির্ভর পরিবার যোজনা, রেগার শ্রমদিবস, বিদ্যুৎ সংযোগ, বায়ো গ্যাস স্থাপন, কৃষি সহায়ক যন্ত্রাংশ, ভূমির বন্দোবস্তু সহ গুচ্ছ পরিকল্পনা রূপায়িত হচ্ছে l পাশাপাশি তিনি জানান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজির কাজের প্রতি স্পৃহা ও গতিকে অনুসরণ করেই আমাদের সরকার কাজ করছে। মাত্র দু’মাস আগে রাজ্যের চা বাগান শ্রমিকদের স্বার্থে “মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্প” ঘোষণা করা হয়। আমি অত্যন্ত খুশি যে এই দুই মাসের মধ্যে প্রকল্পটির সুফল লাভার্থীদের কাছে পৌঁছতে শুরু করেছে । আজ কমলপুরের মহাবীর চা বাগানে গিয়ে আমি দেখতে পাই, এই প্রকল্পের মাধ্যমে যেকোনো আবহাওয়ায় ব্যবহারযোগ্য পাকা রাস্তা নির্মাণ হয়েছে। গরীব চা বাগান শ্রমিক পরিবারদের ঘর দেওয়া হচ্ছে, প্রতি বাড়িতে পানীয় জলের সংযোগ, রান্নার গ্যাস কানেকশন, মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় সুযোগ সহ ২২ টি ন্যুনতম সুবিধা প্রদান করা হচ্ছে। এত কম সময়ের মধ্যে এই প্রকল্পের সুবিধা লাভার্থীদের কাছে নিয়ে যাবার জন্য, আমি প্রশাসনের আধিকারিকদের ধন্যবাদ জানাই। আমি আশা করি আগামী দিনেও এই গতি অব্যাহত থাকবে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service