2024-12-23
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

শুরু হল উচ্চ মাধ্যমিকের টার্ম-২ পরীক্ষা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সোমবার থেকে শুরু হল টি বি এস সি পরিচালিত উচ্চমাধ্যমিকের টার্ম ২ পরীক্ষা। এদিনের পরীক্ষা সেন্টার ছিল রাজধানীর মহারানি তুলসিবাতি বালিকা বিদ্যালয়। পরীক্ষা শুরু হয় দুপুর ১২টা থেকে চলবে ১ঃ৪৫ অবধি, পরীক্ষার মান ৪০ নম্বরের। পরীক্ষাকেন্দ্রে ছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষনীয়।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service