2024-12-23
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এর রাজ্য সম্মেলনকে সামনে রেখে আগরতলা শহরজুড়ে যুবদের বাইক রেলি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ-আগামী ৪ এবং ৫মে আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এর রাজ্য সম্মেলনের, সম্মেলনের বার্তা সর্বত্র পৌঁছে দিতে শনিবার যুবকদের উদ্যোগে আগরতলা শহর ও শহরতলি জুড়ে অনুষ্ঠিত হয় বাইক রেলি। উক্ত রেলিতে উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই এর রাজ্য কমিটির সাধারণ সম্পাদক, নবারুন দেব, বিভাগীয় ও লোকাল নেতৃত্বগন এবং যুব আন্দোলনের কর্মী সমর্থকরা, আন্দোলনকে সমর্থন জানিয়ে এদিন সাধারনসম্পাদক বলেন, আজকের বাইক রেলিতে যুবকদের যেমন ছিল উচ্ছ্বাস,তেমনি সাধারণ মানুষের মধ্যে যুব আন্দোলনের প্রতি ছিলো সমর্থন, প্রতিদিন দেশ ও রাজ্যের সরকার নিত্যপ্রয়োজনীয় জিনিস ও পেট্রোলের মূল্যবৃদ্ধির ঘটাচ্ছে এর বিরুদ্ধে যুবরা রাস্তায় নেমে কথা বলার চেষ্টা করলে সরকারের পক্ষের লোকেরা আন্দোলনকে বন্ধ করার জন্য দমন পিরন চালানো হচ্ছে প্রতিনিয়ত, সরকারপক্ষের রক্তচক্ষুকে উপেক্ষা করে মূল্যবৃদ্ধিও যুবকদের কর্মসংস্থানের প্রশ্নে গোটা দেশের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে, পাশাপাশি রাজ্যের গণতান্ত্রিক পরিবেশকে ফিরিয়ে আনার লক্ষ্যে যুব কর্মীরা লড়াইয়ের ময়দানে রয়েছে আগামী দিনে থাকবে ,এতে সমগ্র দেশ ও রাজ্যের জনগণকে পাশে থাকার আহবান রাখেন।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service