2024-11-17
agartala,tripura
রাজ্য

রাজ্যে উন্মোচিত নয়া দিগন্তে, যুবরা নিজেই আত্মনির্ভর হওয়ার পাশাপাশি অন্যের‌ও কাজের সুযোগ তৈরী করছেন – মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- শুক্রবার রাজধানী আগরতলার মাতঙ্গিনী প্রীতিলতা অডিটোরিয়ামে আগরতলার মহিলা কলেজের ছাত্র, অধ্যাপক, অনুষদ এবং অন্যান্য স্টাফ সদস্যদের সাথে একটি ইন্টারঅ্যাকশন প্রোগ্রামের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন প্রশাসনিক সহ বিভিন্ন শীর্ষ পদে রাজ্যের মেয়েদের অংশীদারিত্ব বৃদ্ধি কাঙ্খিত। মহিলাদের আক্ষরিক ক্ষমতায়ন, সামাজিক ও প্রশাসনিক ক্ষেত্রে অংশীদারিত্ব সহ রোজগার সৃজন আমাদের অগ্রাধিকারের ক্ষেত্র এবং পারিবারিক সূত্রে প্রাথমিকস্তরে রপ্ত শিক্ষা ও সংস্কৃতি শিক্ষাঙ্গণের মসৃনতায় পূর্ণতা লাভ করে l সুপ্ত প্রতিভা চিহ্নিতকরণ দ্বারা, নিজস্বতার পথে অর্জিত দক্ষতা ও লক্ষ্য প্রাপ্তির পথে দৃঢ়তা, সাফল্য প্রাপ্তির দিশায় গতি সঞ্চার করে l চাকুরী অনুসন্ধানী মানসিকতার উর্দ্ধে উঠে, বর্তমানে রাজ্যে উন্মোচিত নয়া দিগন্তে ও উদ্ভাবনী ভাবনায়, যুবরা নিজেই আত্মনির্ভর হওয়ার পাশাপাশি অন্যের‌ও কাজের সুযোগ তৈরী করছেন l

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service