2025-02-24
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

তৃণমূল কংগ্রেসের ত্রিপুরা রাজ্য কমিটি ঘোষণা, রাজ্য সভাপতি সুবল

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস 29 এপ্রিল ত্রিপুরার জন্য একটি 132 সদস্যের রাজ্য কমিটি ঘোষণা করেছে, যা 2023 সালের মার্চ মাসে নির্বাচনের জন্য যাওয়ার কথা। বাংলার প্রাক্তন বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায় ত্রিপুরার রাজ্য ইনচার্জ হিসাবে অব্যাহত থাকবেন, সুবল ভৌমিককে রাজ্য সভাপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে। এদিকে ছয় সদস্যের কোর কমিটিতে রয়েছেন সুস্মিতা দেব, আশীষ দাস, ভৃগুরাম রেয়াং, আশীষ লাল সিং, মামন খান এবং ভৌমিক নিজে। রাজ্যের মহিলা-কেন্দ্রিক সমস্যাগুলি সমাধানের জন্য, কমিটিতে 27 জন মহিলা সদস্য অন্তর্ভুক্ত রয়েছে। তৃণমূল কংগ্রেস, যা সর্বদা অনগ্রসর শ্রেণীর উন্নয়নের জন্য কাজ করেছে, রাজ্য কমিটিতে 16 তফসিলি জাতি সদস্য, 18 জন তফসিলি উপজাতি এবং 32 জন ওবিসি গোষ্ঠীর প্রতিনিধি অন্তর্ভুক্ত করেছে। ত্রিপুরার জন্য তৃণমূলের নবগঠিত কমিটিতে মুসলিম সম্প্রদায়ের 14 জন প্রতিনিধিও রয়েছে। উল্লিখিত কোর কমিটির সদস্যদের ছাড়াও, সমস্ত ফ্রন্টাল রাজ্য সভাপতি কোর কমিটির পদাধিকারবলে সদস্য হিসাবে কাজ করবেন। 132 সদস্যের রাজ্য কমিটিতে 8 জন সহ-সভাপতি, 5 জন সাধারণ সম্পাদক, 14 জন সচিব, 7 জন যুগ্ম সম্পাদক এবং 72 জন কার্যনির্বাহী সদস্য রয়েছেন। এছাড়াও শুক্রবার ঘোষণা করা হয়েছিল তৃণমূল যুব কংগ্রেস গঠনের, যার নেতৃত্বে TMYC রাজ্য সভাপতি সান্তনু সাহা। এদিকে মহিলা সংস্থার নেতৃত্বে রয়েছেন রাজ্য সভাপতি মহিলা পান্না দেব, এছাড়াও সঞ্জয় কুমার দাস এবং মালিন জামাতিয়ার নেতৃত্বে যথাক্রমে ত্রিপুরা এসসি সেল এবং এসটি সেল ঘোষণা করেছে৷

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service