জনতার কলম ত্রিপুরা কল্যাণপুর প্রতিনিধিঃ- বিধায়ক পিনাকি দাস চৌধুরী জনসম্পর্ক অভিযান করলেন রতিয়া এলাকায়। শনিবার সকালে রতিয়া এলাকার সমস্ত বিজেপি দলের কর্মী-সমর্থকদের নিয়ে স্লোগানে মুখরিত করে এলাকার এপাড়া থেকে ওই পাড়া এই গ্রাম থেকে ওই গ্রামে চষে বেড়ান বিধায়ক পিনাকি দাস চৌধুরী। সাথে ছিলেন বিজেপি দলের খোয়াই জেলা কমিটির সাধারণ সম্পাদক জয়ন্ত সাহা। মূলত আগামীকাল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে চলে বাড়ি বাড়ি অভিযান। সাথে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর এলাকার মানুষরা কি কি পেয়েছেন বা আর কি কি দরকার এবং কি কি সমস্যা রয়েছে সে সম্পর্কে সবার সাথে সম্মিলিত ভাবে কথা বলেন এবং জন সম্পর্ক অভিযান করেন বিধায়ক সহ অন্যান্যরা। বেশ সাড়া পরিলক্ষিত হয় এলাকায় এমন অভিযানকে কেন্দ্র করে। কেননা এলাকার সব অংশের মানুষ মিছিলে শামিল হলেন সকালেই। শেষে বিধায়ক সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে আমরা প্রত্যেকটি গণদেবতার বাড়িতে যাচ্ছি। প্রত্যেকই উৎসাহের সহিত আমাদের সাথে সামিল হচ্ছেন। প্রত্যেক বুথ লেভেল এ সব অংশের মানুষ যাতে এই মন কি বাত অনুষ্ঠান শুনে তার ব্যবস্থা করা হয়েছে। শুধু রতিয়া এলাকা নয় গোটা খোয়াই জেলাতেই বিজেপি দলের উদ্যোগে জনসম্পর্ক অভিযান চলছে। এতে সাড়া মিলছে ব্যাপকহারে। প্রত্যেকটা মানুষের পাশে রয়েছে ভারতীয় জনতা পার্টি। আমরা মানুষের সুখে-দুখে পাশে থাকবো। তিনি বলেন জন সম্পর্ক অভিযানে গিয়ে মানুষের আর কি কি সমস্যা রয়েছে সেগুলি উত্তরণের জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব বা করার চেষ্টা করব এই আশ্বাস দিচ্ছি। এতে করে খুশি সাধারণ অংশের মানুষ। কারন মানুষ ও তাদের নেতৃত্বে কে কাছে পেয়ে বিভিন্ন সুখ-দুঃখের কথা অংশীদার করতে পারছে। মানুষের সাথে সুসম্পর্ক তৈরি করা হচ্ছে আমাদের কাজ। যাই হোক সব মিলিয়ে এদিন সকালে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। সত্যিকার অর্থে বলাই যায় যেন বিধানসভা নির্বাচনের আগেই প্রচার শুরু করে দিলো ভারতীয় জনতা পার্টি। এক্ষেত্রে অবশ্য কংগ্রেস সিপিএম সহ বিরোধী দলগুলি অনেকটাই পিছিয়ে।
রাজ্য
বিধায়ক পিনাকি দাস চৌধুরীর জন সম্পর্ক অভিযান রতিয়া গ্রামে
- by janatar kalam
- 2022-04-23
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this