2025-02-24
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

দেশের একতাও অখন্ডতার প্রতিক বাবাসাহেব ভিমরাও আম্বেদকর- সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- মঙ্গলবার ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে বাবাসাহেব বি আর আম্বেদকরের ১৩২ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী , অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ; গঙ্গাপ্রসাদ প্ৰসাইন , শিল্প ও বাণিজ্য বিভাগের ডিন অধ্যাপক ড . শ্যামল দাস , ভারতীয় সেনাবাহিনীর আর্টিলারি বিভাগের কর্নেল রবি শঙ্কর এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ । অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংবিধান প্রণেতা বাবাসাহেব বি আর আম্বেদকরের জীবনের উপর আলোকপাত করে সুশান্ত চৌধুরী বলেন , বাবাসাহেব বি আর আম্বেদকরের চিন্তাভাবনা আমাদের অনুপ্রেরণা জোগায়। তাছাড়া এদিন তিনি আরও বলেন বাবাসাহেব ভিম রাও আম্বেদকর আমাদের গর্ব , আমাদের অনুপ্রেরণা । তিনি শুধু ভারতের সংবিধান প্রণেতা হিসেবে নয় , ভারতের একতা ও অখণ্ডতার প্রতীক বলে অভিমত ব্যক্ত করেন।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service