জনতার কলম ত্রিপুরা কল্যাণপুর প্রতিনিধি:- রবিবার সকালে কল্যাণপুর থানা এলাকার উথাবাড়ি ওরফে অমর কলোনি বিদ্যালয়ে মেঘা লিগাল সার্ভিস ক্যাম্প অনুষ্ঠিত হয়। লিগাল সার্ভিস এর ২৫ বছর পূর্তি উপলক্ষে খোয়াই ডিসট্রিক্ট লিগাল সার্ভিস এর উদ্যোগে একদিনের মেগা লিগাল সার্ভিস ক্যাম্প অনুষ্ঠিত হয়। প্রদীপ জ্বেলে এই মেঘা ক্যাম্প এর সূচনা করেন খোয়াই জেলা আদালতের বিচারক শংকরী দাস। মঞ্চে ছিলেন খোয়াই জেলা আদালতের সহকারি বিচারক নন্দিতা ভট্টাচার্যী এবং তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া, ডিসিএম তেলিয়ামুড়া সর্বানি রায় সহ লিগাল সার্ভিসের ভলেন্টিয়ারা। এই শিবিরে বিভিন্ন সরকারী দপ্তরের স্টল খোলা হয়। যাতে করে মানুষ সরকারি সুবিধা অনায়াসে পেতে পারে। বেলা যত বাড়তে থাকে মানুষের ভীড়ও তত বাড়তে থাকে। প্রধান বক্তার ভাষনে খোয়াই জেলা আদালতের বিচারক শংকরী দাস বলেন আমরা কেন এমন শিবির করছি সেই বিষয়ে সবাইকে জানতে হবে। ভারতের সংবিধান এবং আইন এক্ষেত্রে নাগরিকদের কর্তব্য রয়েছে সেই বিষয়ে সচেতন করা। আমি একজন সমাজের সম্পদ। আরো বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলোচনা করেন।
রাজ্য
কল্যাণপুরে লিগাল সার্ভিস ক্যাম্প শিবির
- by janatar kalam
- 2022-04-17
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this