2025-01-12
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

এক বছরের মধ্যে রাজ্যের গ্রামীণ এলাকায় পৌঁছে দেওয়া হবে 100% পানীয় জল- সুশান্ত

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শনিবার রাজ্য সচিবালয়ে সাংবাদিক সম্মেলন করে সাফল্যের দিক তুলে ধরেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন আগামী এক বছরের মধ্যে রাজ্যের গ্রামীণ এলাকার প্রতিটি বাড়িতে, স্কুল এবং অঙ্গনওয়াড়ি সেন্টারে পাইপ লাইনের মাধ্যমে পানীয় জল পৌঁছে দিতে বদ্ধপরিকর পানীয় জল এবং স্বাস্থ্য বিধান দপ্তর। সেই লক্ষ্য রেখে মিশন মুডে জল জীবন মিশনের কাজ চলছে দপ্তর বলে জানানোর পাশাপাশি এদিন তিনি আরো বলেন এর আগে ছিল অটল জলধারা। ভারতবর্ষের সরকার প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে গুরুত্বপূর্ণ স্কিমগুলি রয়েছে এর মধ্যে অন্যতম স্কিম জল জীবন মিশন। ২০২৪ সালের মধ্যে প্রতিটা বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌছে দেওয়ার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। সেটাকে সামনে রেখে সারা দেশের সাথে ত্রিপুরা রাজ্যেও কাজ চলছে। সারা রাজ্যে গ্রামে ৭ লক্ষ ৬০ হাজার ৫২ টি বাড়ি রয়েছে। ২০১৯ সালে জল জীবন মিশন শুরু হওয়ার আগে রাজ্যে ২৪ হাজার ৫০২ টি বাড়িতে জলের টেপ কানেকশন ছিল। ৩.২২ শতাংশ বাড়িতে পাইপ লাইনের মাধ্যমে জল সরবরাহ করা হতো। কিন্তু জল জীবন মিশন রাজ্যে আসার পর ২০১৯ সালের পর থেকে এখন পর্যন্ত মোট ৩ লক্ষ ৫৭ হাজার ৯৭৩ টি বাড়িতে পাইপ লাইনের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। অটল জলধারার থেকে শুরু করে মোট ৩ লক্ষ ৮২ হাজার ৪৭৫ টি বাড়িতে পরিস্রুত পানীয় জল পৌছে যাওয়া সম্ভব হয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত রাজ্য ৫০.৩২ শতাংশ বাড়িতে পাইপ লাইনের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে বলে জানান তিনি। এদিন আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন পুর্ত দপ্তরের সচিব কিরণ গিত্যেসহ অন্যান্যরা।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service