2025-01-12
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

কাজ করার পরিকল্পনা নিয়ে ঘোষিত বাজেট নিয়ে বৈঠক আগরতলা পুর নিগমে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- গত ১১ই এপ্রিল শহরবাসীর স্বার্থে শহরকে সৌন্দর্যায়ন করার লক্ষ্যে আগামী এক বছর কিছু কাজ করার লক্ষ্য হাতে নিয়েছে আগরতলা পৌরনিগম, যার জন্য গত 11 এপ্রিল কিছু বাজেট পেশ হয়েছিল। আজ ঘোষিত সেই বাজেটের উপর আলোচনা করা হয় আগরতলা পুরো নিগমের কনফারেন্স হলে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন পৌরনিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পুর কমিশনার শৈলেশ কুমার যাদব সহ বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটর এবং দপ্তরের আধিকারিকরা।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service