জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- আজ শহীদ ভগৎ সিং যুব আবাসে রাজ্যের দিব্যাঙ্গজন ছাত্র-ছাত্রীদের নিয়ে স্পেশাল অলিম্পিক ভারত ত্রিপুরা শাখার অন্তর্গত অভয় মিশনের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত হয় এক অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, তাছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ও দপ্তরের অন্যান্য আধিকারিকরা। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন । ঈশ্বরের প্রতিটি সৃষ্টিই অনন্য ও সুন্দর l স্বতন্ত্র গুনাধিকারী, বিশেষ ভাবে সক্ষম, দিব্যাঙ্গজনদের সম্মানজনক অবস্থান ও তাদের সমস্ত অধিকার সুনিশ্চিতিকরণে, গুচ্ছ পদক্ষেপের সফল বাস্তবায়ন হচ্ছে l মেধানুসারে ক্রীড়াঙ্গন থেকে প্রতিটি ক্ষেত্রেই দিব্যাঙ্গজনেরা, সাফল্যের নজির স্থাপন করছেন l লক্ষ্যপ্রাপ্তির ইচ্ছা শক্তির কাছে সমস্ত প্রতিবন্ধকতাই অপরাজেয় l তাছাড়া এদিন তিনি আরো বলেন আমি অভিভাবকদের বলব আপনারা কোনোদিন মন খারাপ করবেন না। আপনারা ভাগ্যবান যে আপনারা এই বিশেষ সন্তান পেয়েছেন। আজকাল যাদের সবকিছু আছে তারাই মা বাবাকে বিরক্ত করে। নেশাগ্রস্থ হয়, এইচ আই ভি পজিটিভ হয়। কিন্তু, আপনাদের কখনো এমন ঘটনার সম্মুখিন হতে হয়নি আর আগামীতেও হতে হবে না। এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।
রাজ্য
লক্ষ্যপ্রাপ্তির ইচ্ছা শক্তির কাছে সমস্ত প্রতিবন্ধকতা অপরাজয় – মুখ্যমন্ত্রী
- by janatar kalam
- 2022-04-07
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this