2025-01-11
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

রাজ্যসভা নির্বাচনে ভোট দিয়ে খুশি ব্যক্ত করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- ছয় বছর পর অনুষ্ঠিত হলো ১৩টি আসনে রাজ্যসভা নির্বাচন। এই নির্বাচনে রাজ্যের শাসক দল বিজেপি থেকে প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন প্রদেশ বিজেপি সভাপতি ডাঃ মানিক সাহা। এদিন ভোটাধিকার প্রয়োগ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের তথ্য-সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরি। এদিন মন্ত্রী সুশান্ত চৌধুরী রাজ্যসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করে খুশি ব্যক্ত করলেন এবং নির্বাচনে বিজেপি থেকে নির্বাচিত প্রার্থী জয়ী হবে বলে আশা ব্যক্ত করেন এবং রাজ্যের ইতিহাসে প্রথমবার বিজেপি থেকে কেউ রাজ্য সভাতে যাবেন বলেন অভিমত ব্যক্ত করেন।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service