2025-02-24
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

সুশান্তের প্রয়াসে ৪০তম আগরতলা বইমেলা অন্যতম রুপ নিতে চলছে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজধানী আগরতলা হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে ৪০তম বইমেলার প্রস্তুতি পরিদর্শনে যান রাজ্যের তথ্য-সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী মেলা প্রস্তুতির কাজ ঘুরে দেখেন। পরিদর্শন শেষে মন্ত্রী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন করোণা মহামারীর পর এই মেলা খুবই গুরুত্বপূর্ণ, উত্তর-পূর্বাঞ্চলে সবকটি মেলার মধ্যে অন্যতম বইমেলা। আগামী 25 শে মার্চ রাজ্য বিধানসভার অধ্যক্ষ এই ৪০তম আগরতলা বইমেলা আনুষ্ঠানিক উদ্বোধন করবেন কেননা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এর শপথ গ্রহণ সমারোহে উপস্থিত থাকবেন বলে জানানোর, পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের তথ্য সংস্কৃতি মন্ত্রী এই ৪০তম আগরতলা বইমেলায় উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন। তাছাড়া এদিন তিনি আরও বলেন এই বইমেলাকে কেন্দ্র করে নানা ধরনের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, পাশাপাশি যুবক-যুবতীদের বিশেষ আকর্ষণ সেলফি পয়েন্ট এর ব্যবস্থা করা হয়েছে বলে জানান এবং সকলের উপস্থিতিতে ৪০ তম আগরতলা বইমেলা একটি ঐতিহাসিক মেলায় পরিণত হবে বলে আশা ব্যক্ত করেন। এদিনের পরিদর্শনকালে তথ্য-সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকরা।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service