2025-02-24
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

রাজ্যের বাজেট উন্নয়নমুখী – যীষ্ণু দেববর্মা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- বৃহস্পতিবার রাজ্যের অর্থমন্ত্রী জিষ্ণু দেববর্মার বাজেট পেশের মধ্যে দিয়ে শুরু হয় রাজ্য বিধানসভা অধিবেশন। এদিন অর্থমন্ত্রী ২০২২-২৩ অর্থবছরের জন্য ২৬ হাজার ৮৯৩ কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করলেন। যা গত বছরের তুলনায় বাজেট বৃদ্ধির হার ১৮.৩৪ শতাংশ। বাজেট পেশের পর অর্থমন্ত্রী যীষ্ণু দেববর্মা এক সাংবাদিক বৈঠকে মিলিত হন , সেখানে বিধানসভা অধিবেশনে পেশ হওয়া বাজেট বিস্তারিতভাবে তুলে ধরে তিনি জানান ২০২২-২৩ অর্থ বছরের বাজেটে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে ব্যয় হবে ১,৭৭৭ কোটি টাকা। শিক্ষাক্ষেত্রে ব্যয় হবে ৫,০২৬ কোটি টাকা। সুবর্ণজয়ন্তী ত্রিপুরা নির্মাণ যোজনার অধীনে ২০২২-২৩ অর্থবর্ষে ১ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে স্বনির্ভরতা এবং সামাজিক ভাতার উপর। সামাজিক ভাতা ২ হাজার টাকা করার প্রস্তাব পেশ অর্থমন্ত্রীর বাজেট ভাষণে। ভাতা বাবদ মোট ৬৪৫ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব রয়েছে এবং দুর্গাপূজার আগেই যাতে এই বর্ধিত হারে সামাজিক ভাতা মানুষ পেতে পারে সেই লক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। এতে ৩ লক্ষ ৮১ হাজার রাজ্যবাসী উপকৃত হবে বলে জানান তিনি। জনজাতি এলাকার উন্নয়নের জন্য বিশ্ব ব্যাংক থেকে ১৩ শ’ কোটি টাকার আর্থিক মঞ্জুরী পাওয়া গেছে বলে জানান র্অর্থমন্ত্রী। সুবেদার পদ পর্যন্ত টিএসআর জওয়ানদের রেশন মানি ৮০০ টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করা এবং টিএসআর জওয়ানদের অবসরে যাবার বয়স ৫৭ বছর থেকে বাড়িয়ে ৬০ বছর করার প্রস্তাব রয়েছে অর্থমন্ত্রীর ভাষণে। এদিকে দেশের প্রথম ডিজিটাল মিউজিয়াম গড়ে তোলা হবে পুষ্পবন্ত প্রাসাদ। এতে রাজ্যের উন্নয়ন ও বিকাশ এগুবে বলে ধারণা। তাছাড়া এদিন তিনি আরও বলেন এতদিন বিরোধীরা যে বলেছে সরকার প্রতিশ্রুতি পালন করছে না , আজ আমি বলি সরকার যা বলে তাই করে , সুতরাং রাজ্যের উন্নয়ন, বিকাশ, উন্নয়নমুখী বাজেট তাদের হজম হয়নি তাই ওয়াকআউট করেছে বিরোধীরা বলে মন্তব্য করেন।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service