2025-04-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমা দেখতে গেলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শুক্রবার মুক্তি পেয়েছে বিবেক অগ্নিহোত্রীর ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’। আর সেই ছবির কেন্দ্রে রয়েছে কাশ্মীরি পণ্ডিতদের কাশ্মীর থেকে চলে আসার ইতিহাস , সেই গল্প দেখতে রাজ্যের সিনেমাহলগুলিতে প্রত্যক্ষ্য করা যাচ্ছে বেশ ভিড়। তাছাড়া দেশের প্রধানমন্ত্রী এই সিনেমা দেখার পর দেশের সকল অংশের নাগরিকদের কাছে আহবান রেখেছিলেন একবার এই সিনেমা দেখার জন্য। ইতিমধ্যে আমাদের পাশ্ববর্তী রাজ্য আসামে , আসাম সরকার এই সিনেমা দেখার জন্য সরকারি কর্মচারীদের অর্ধ বেলায় ছুটি ঘোষণা করেছেন। কাশ্মীরি পণ্ডিতদের উপর কিভাবে অত্যাচার চালিয়েছে দুস্কৃতিকারীরা এবং কতটুকু বেদনা নিয়ে ভূস্বর্গ কাশ্মীর থেকে পণ্ডিতরা চলে এসেছিলো সেই ইতিহাসই এই সিনেমার মাধ্যমে তুলে ধরা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য বিধানসভার সবকটি মন্ত্রী এবং বিধায়কদের সঙ্গে নিয়ে এই সিনেমা দেখার জন্য সিনেমাহলে গেলেন , এদিন সিনেমা শুরু হওয়ার আগে মুখ্যমন্ত্রী সকল বিধায়ক মন্ত্রীদের নিয়ে জাতীয় সংগীত গান। এদিন মুখ্যমন্ত্রী কাশ্মীরি পণ্ডিতদের কাশ্মীর থেকে চলে আসার ইতিহাস সিনেমার মাধ্যমে তুলে ধররা প্রয়াসের জন্য সিনেমার নির্দেশক শ্রী অগ্নিহোত্রীকে ধন্যবাদ জানান।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service