2025-02-25
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

রাজ্য সরকারের ঐতিহাসিক সিদ্ধান্তে খুশি রাজ্যের মহিলারা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্যের মহিলাদের জন্য এক গুচ্ছ প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব । এককথায় মহিলাদের স্বসত্তিকরণের লক্ষ্যেই এই সব সিদ্ধান্ত গুলো নিলেন রাজ্যের ” ডায়নামিক মুখ্যমন্ত্রী । শুধু আর্থিক ভাবেই নয় সামাজিক , রাজনৈতিক ভাবে ও যাতে রাজ্যের মহিলারা স্বভিবান নিয়ে চলতে পারেন তারই লক্ষ্যে এই সব প্রকল্পগুলো ঘোষণা করলেন তিনি । বুধবার সন্ধ্যায় প্রদেশ বিজেপির সদর দপ্তরে এক সাংবাদীক বৈঠক করে মহিলা মোর্চার তরফে বিশেষ ভাবে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করলেন মহিলা মোর্চার ভারতীয় জনতা পার্টি প্রতিনিধিরা । এতে উপস্থিত ছিলেন বিধানসভার চিফ হুইফ কল্যানি রায় , প্রদেশ বিজেপির রাজ্য সম্পাদিকা পাপিয়া দত্ত , দলের দুজন স্পোকস পার্সন অস্মিতা ভৌমিক ও মনিকা দাস দত্ত প্রমুখরা । প্রকল্পগুলো হলো সারা রাজ্যে মহিলাদের জন্য যে কোনো সরকারি চাকরিতে ৩৩ শতাংশ সংরক্ষণ । দ্বিতীয়ত সারা রাজ্যে ১৩ টি হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার খোলা হবে । রাজ্য সরকারের তরফে । এর জন্য বরাদ্দ ১০ কোটি । পাশাপাশি একশো বিছানার হেলথ সেন্টার হবে রাজ্যে । যার জন্য বরাদ্দ করা হয়েছে ১৯০ কোটি টাকা । সঙ্গে তিনটি বৃদ্ধাশ্রম ও করা হবে রাজ্যে । একই সঙ্গে রাজ্যের কর্মরত মহিলাদের জন্য চারটি হোস্টেল ও তৈরি করবে এই সরকার । যার জন্য বরাদ্দ হয়েছে ১৫ কোটি টাকা । হোস্টেলগুলোতে থেকে নিজেদের সরকারি কিংবা বেসরকারি কাজ করতে পারবেন রাজ্যের মহিলারা । এই সব প্রকল্প গুলো পেয়ে খুশীর জোয়ার রাজ্যের মহিলাদের মধ্যে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service