2024-11-16
agartala,tripura
রাজ্য

সময় উপযোগী ব্যাবস্থা নিলেন উপজাতি মহিলা, গ্রামাঞ্চলে করোনা রোধে যার গুরুত্বপূর্ণ ভূমিকা

হাতের কাজের উপর নির্ভর করে চলে তার সংসার। লক ডাউনের ফলে ক্ষতির সম্মুখীন তিনিও। নাম রতনমালা দেববর্মা , বাড়ি তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী ব্লক এলাকায়। যে জায়গায় বাজারে মুখের মাস্ক পাওয়া কঠিন হয়ে দাড়িয়েছে জানা যায় সে জায়গায় তিনি নিজের উদ্যোগে মাস্ক বানিয়ে বাজারে ২০টাকা করে বিক্রি করে নিজের সংসারের পাশাপাশি জনজাতি অংশের মানুষের স্বাস্থ্য সুরক্ষার দিকেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তিনি। সংসারে শত অভাব থাকলেও মহিলার এই হার না মণ মানসিকতা দেখিয়ে দিলো জীবন যুধ্য়ে লড়াইয়ে জয়ের পথ।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service