জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- মঙ্গলবার ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন এনডিএ সরকারের ৪ বছর পূর্তিতে আগরতলা, বিবেকানন্দ ময়দানে জনসভার আয়োজন করা হয় , এদিনের সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে রাজ্যবাসীকে উদ্দেশ্য করে বলেন আমি অনেকদিন পর ত্রিপুরায় এসেছি , কিছুদিন পর আবার আসবো আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি যে পুনরায় ক্ষমতায় আসবো কিন্তু তার আগে প্রথমে ভীষণ ডকুমেন্ট এ দেওয়া সমস্ত প্রতিশ্রুতি পালন করবো বলে জানান এবং যেখানে রাজনৈতিক সহিংসতা, সন্ত্রাস, নেশা ও অপরাধ আছে সেখানে কখনো উন্নয়ন হতে পারে না। ত্রিপুরার রাজনৈতিক হিংসা, সন্ত্রাস, নেশা ও অপরাধের অবসান ঘটিয়ে কমিউনিস্টরা এখানে কখনোই উন্নতি করতে পারবে না। মোদি জীর নেতৃত্বে বিপ্লব দেব ও জিষ্ণু দেব বর্মণই পারবে বলে অভিমত ব্যাক্ত করলেন কেন্দ্রীয় গৃহ মন্ত্রী অমিত শাহ।
রাজ্য
রাজনৈতিক হিংসা, সন্ত্রাস, নেশা ও অপরাধের অবসান বিপ্লব দেব ও যীষ্ণু দেববর্মনই পারবে- অমিত শাহ
- by janatar kalam
- 2022-03-08
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this