2025-02-24
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

ইউনিটি গেস্ট্রে অ্যান্ড লিভার হসপিটালের রক্তদান ও অ্যাম্বলেন্স পরিষেবা সূচনা অনুষ্ঠান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শনিবার আগরতলাস্থিত Unity Gastro and Liver Hospital এর তিন বছর পূর্তি উপলক্ষে তাদের হাসপাতালে আয়োজন করা হয় এক রক্তদান শিবির এবং একটি অত্যাধুনিক লাইফ সাপোর্ট এম্বুলেন্সকে জনগণের উদ্দেশ্যে নিবেদন করা হয় । রক্তদান শিবির ও অ্যাম্বুলেন্স এর শুভ উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক আগরতলা পুরো নিগমের মেয়র দীপক মজুমদার আগরতলা প্রেসক্লাবের সম্পাদক প্রণব সরকার সহ গ্যাস্ট্রো অ্যান্ড লিভার হসপিটালের এমডি সহ অন্যান্যরা। এদিন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক বক্তব্য রাখতে গিয়ে বলেন একটি সিটি ইউনিটির ইউনিট আউটলেট গঠন করা হোক যেখানে রোগীদের রিসিভ করা হবে এবং আলাদা একটি জায়গায় বেসরকারি হাসপাতাল নির্মান করা হোক, কিন্তু সেটা করতে কি লাগবে সেটা আপনারা জানেন কিন্তু আমি যেটা জানি সেটার জন্য জায়গা দরকার, রাজধানীর বুকে এমন কোন জায়গায় যদি থাকে তাহলে নজরে আনবেন এবং এর জন্য সরকারের পক্ষ থেকে যে ধরনের সহযোগিতা দরকার আমরা করবো বলে জানান। তাছাড়া এদিন তিনি আরও বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এর নেতৃত্বে এখন রাজধানীর জিবি হাসপাতালে সফলতাপূর্বক করা হচ্ছে বাইপাস সার্জারি যার জন্য বিগত দিনে মানুষদের লক্ষ লক্ষ টাকা খরচ করে বহিঃরাজ্যে যেতে হতো। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর উন্নয়নশীল চিন্তাধারার মাধ্যমে রাজ্যের চিকিৎসা ব্যবস্থার এই পরিবর্তন বলে অভিমত ব্যক্ত করেন। পাশাপাশি এই হাসপাতাল রাজ্যের জনগণকে ভালো পরিষেবা প্রদান করছে এবং আগামী দিনেও তাদের এই ধারা বজায় থাকবে বলে আশা ব্যাক্ত করেন।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service