জনতার কলম ত্রিপুরা আগরতলাঃ- শনিবার আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে বিজ্ঞান একাডেমীর প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। সেই শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী রতন লাল নাথসহ শিক্ষা দপ্তরের অন্যান অধিকারিকরা। এদিন মুক্তধারা অডিটোরিয়ামে কেন্দ্রীয় সরকারের যে সিদ্ধান্ত নিয়েছে তাতে করে ২০২১ সাল থেকে মেয়েরা ন্যাশনাল ডিফেন্স অংশগ্রহণ করতে পারবে। তার মধ্যে এয়ারফোর্স কিংবা আর্মির মধ্যে পরীক্ষা দিয়ে। তাই রাজ্য সরকার বিনা পয়সার মধ্যে দিয়ে আনএকাডেমি একটা সংস্থার সাথে মৌ সাক্ষর করেছে তাদের কে আরো উন্নত কোচিং দেওয়ার জন্য। সেই কোচিংয়ে ১১০০ পরীক্ষা দিয়েছিল তাদের মধ্যে ১২৫ জন কে নির্বাচিত করা হয়েছে। তাদেরকে স্পেশাল কোচিং দেওয়া হবে বলে জানান রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, তাছাড়া এদিন এই অনুষ্ঠানে রাজ্যের শিক্ষামন্ত্রী মেয়েদেরকে আরো এগিয়ে যাওয়ার জন্য তাদেরকে উৎসাহিত করে পরিশেষে তাদের মধ্যে পুরস্কারস্বরূপ ব্যাগ তুলে দেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ।
রাজ্য
ডিফেন্সের কোচিং থেকে নির্বাচিত হওয়া 125 জন কে স্পেশাল কোচিং প্রদান করা হবে- রতন লাল নাথ
- by janatar kalam
- 2022-03-05
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this