2024-11-18
agartala,tripura
রাজ্য

শুভ বিবাহ আমাদের সমাজ ব্যবস্থা ও ভারতীয় ঐতিহ্যের এক বর্ণময় উদযাপন- স্বামী বোধিসত্তানন্দজী মহারাজ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্যের বনেদি জুয়েলারী প্রতিষ্ঠান শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর পক্ষ আয়োজিত হয়েছিল ‘ শুভ বিবাহ উৎসব ‘। আর এই উৎসব প্রতিষ্ঠানের সকল শাখাগুলোতে ১ লা জানুয়ারী থেকে ১৫ ফেব্রুয়ারী অবদি চলেছিল। এই উৎসবকে কেন্দ্র করে নানা উপহার ও সুবিধাগুলির সাথে ছিল লাকি ড্র ও মেগা ড্র । ক্রেতা বন্ধুদের প্রত্যেক কেনাকাটায় ছিল নিশ্চিত উপহার , গহণার মজুরীতে ছাড় , বিয়ের অন্যান্য সমগ্রী কেনাকাটার ক্ষেত্রে আগরতলা বিভিন্ন প্রখ্যাত বিপনীতে ছাড় এবং লাকি ড্র কূপন । লাকি ড্র এর মাধ্যমে ৬ জন ভাগ্যবান – ভাগ্যবতী বিজয়ী ক্রেতার হাতে যে উপহার তুলে দেওয়ার কথা ছিল তা হল গৃহস্থলীর নানাহ প্রয়োজনীয় আসবাবপত্র ও সামগ্রী এবং মেগা ড্র বিজেতাকে দেওয়ার ছিল দুবাই ও আবুধাবীতে দুইজনের পাঁচ দিন চার রাত বেড়ানোর সুযোগ । বেড়ানোর সমস্ত খরচ যেমন কলকাতা ফেরত এর বিমানের টিকেট , হোটেল , বেড়ানো – সবই এই সুযোগে অন্তর্ভুক্ত । শুধু মাত্র ভিসা , স্বাস্থ্যবীমা ও কোভিডের নেগেটিভ রিপোর্টের দায়িত্ব ক্রেতাবন্ধুদের । তারই পরিপ্রেক্ষিতে আজ শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর আগরতলা শাখাতে ভারত সেবাশ্রম সঙ্ঘের আগরতলা শাখার সহ সচিব স্বামী বোধিসত্তানন্দজী মহারাজ ভাগ্যবান ভাগ্যবতী ৬ জন লাকি ড্র বিজেতা ও ১ জন মেগা ড্র বিজেতাকে বেছে নেন,

বিজেতারা হলেন:
১. বিশ্বদীপ চৌধুরী ,
২. দেবী হালদার ,
৩. উৎপল নাথ ,
৪. স্বর্ণালী পোদ্দার ,
৫. সুবিনীতা সাহা ,
৬. প্রণতী রায়

এদিনের অনুষ্ঠানে মহারাজ জী বক্তব্য রাখতে গিয়ে বলেন , “ শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর নানা সামাজিক কার্যাবলী আমার দৃষ্টি আকর্ষণ করে এবং ভারত সেবাশ্রম সঙ্ঘও বেশ কয়েকটি কাজের সাথে যুক্ত ছিল। শুভ বিবাহ আমাদের সমাজ ব্যবস্থা ও ভারতীয় ঐতিহ্যের এক বর্ণময় উদযাপন। আমি সকলের মঙ্গল কামনা করি । তাছাড়া এদিন ‘ শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর কর্নধার রূপক সাহা বলেন , ‘ মহারাজীর উপস্থিতিতে আমরা আজকের অনুষ্ঠানটি করতে পেরে মহারাজজীর কাছে আন্তরিক কৃতজ্ঞ। একইভাবে কৃতজ্ঞ আমাদের সমস্ত ক্রেতা বন্ধুদের কাছে যাদের অংশগ্রহণে শুভ বিবাহ উৎসব সর্ব্বোত্ত ভাবে সফল হয়ে উঠেছে । পাশাপাশি তিনি আরও বলেন আমরা আগামী দিনে রকমই নতুনত্বে ভরা উৎসব রাজ্যবাসীকে উপহার দিতে প্রতিশ্রুতি বদ্ধ রইলাম বলে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service