2024-11-17
agartala,tripura
রাজ্য

পূর্ব আগরতলা থানায় পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি ইয়োথ তৃণমূল কংগ্রেস দলের নেতৃত্ব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- তৃণমূল কংগ্রেস উদয়ের মুহূর্তে রাজ্যে এসেছিলেন তৃণমূল কংগ্রেসের তাবড় তাবড় তারকা নেতৃত্বরা , যার মধ্যে অন্যতম হল সায়নী ঘোষ। দলীয় কর্মসূচি চলাকালীন নেত্রীর উপর আক্রমণের প্রতিবাদ জানিয়ে সংগ্রাম করার পর যখন রাজ্যে ফিরে গিয়েছিলেন তখন তাদের নামে ত্রিপুরা পূর্ব থানা থেকে সমন যায় তাদের নামে সেই পরিপ্রেক্ষিতে আজ ত্রিপুরায় পৌঁছে পূর্ব আগরতলা থানায় পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন ইয়োথ তৃণমূল কংগ্রেস দলের শক্তিপ্রতাপ সিং ও ছাত্রনেতা সুদীপ রাহা। এদিন সংবাদ মাধ্যমের মুখুমুখি হয়ে ইয়োথ তৃণমূল কংগ্রেস দলের শক্তিপ্রতাপ সিং ও ছাত্রনেতা সুদীপ রাহা বলেন যে মামলাগুলো ভিত্তিহীন যার সাথে তাদের কোন সম্পর্কই নেই সে বিষয়গুলো নিয়ে তাদেরকে জেরা করা হয়েছে বলে জানান এবং আমরা ভয় পাচ্ছি না যেকোন জেরার মুখোমুখি হতে আমরা প্রস্তুত। তাছাড়া আগামীদিনে মানুষের স্বার্থে এবং ত্রিপুরায় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষে প্রতিনিয়ত লড়াই সংগ্রাম চালিয়ে যাওয়া ও তৃণমূল সুপ্রিম মমতা ব্যানার্জির হাত শক্ত করে ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের সরকার প্রতিষ্ঠা করে মূল লক্ষ্য বলে জানান ছাত্রনেতা সুদীপ রাহা।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service