জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- রাজধানী আগরতলায় শনিবার শাসক বিজেপি ও বিরোধী কংগ্রেসের মধ্যে যে সংঘর্ষ বেঁধেছিল তার প্রভাব ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে রাজ্যের আনাচে কানাচে। বিক্ষোভ প্রতিবাদের স্লোগান ধেয়ে আসছে রাজ্যের নানা প্রান্ত থেকে , শনিবারের কংগ্রেসের আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রতিটি প্রান্তের বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ কর্মসূচি হাতে নিয়েছে। তারই অঙ্গ হিসাবে রবিবার রাজ্যকে অশান্ত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিধায়ক সুশান্ত চৌধুরীর নেতৃত্বে গর্জে উঠলো মজলিশপুরের যুব মোর্চার সদস্যরা , শনিবার কংগ্রেস দলের দুস্কৃতিদের দ্বারা বনমালীপুরে বিজেপি দলের মন্ডল অফিসে হামলার ঘটনার নিন্দা জানিয়ে ১০-মজলিশপুর যুব মোর্চার উদ্যোগে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এদিনের বিক্ষোভ মিছিল থেকে এলাকার বিধায়ক সুশান্ত চৌধুরী কংগ্রেস ও সিপিএমকে সতর্ক করে বলেন, রাজ্যের শান্তির পরিবেশকে বিনষ্ট করার চেষ্টা করলে কাউকেই রেয়াত দেওয়া হবে না বলে।
রাজ্য
এলাকার বিধায়কের নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচি পালন ১০ মজলিশপুর এলাকায়
- by janatar kalam
- 2022-02-27
- 0 Comments
- Less than a minute
- 4 years ago




Leave feedback about this