2025-02-13
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

তারা যে দলই করুক তাদের সাথে বন্ধুর্তপূর্ণ সম্পর্ক সবসময় থাকবে- রতন লাল নাথ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- রবিবার রাজধানীর উজ্জয়ন্ত প্যালেসে সরকারি একটি অনুষ্ঠানে সাংবাদিকদের দ্বারা বিজেপি বিধায়কদের কংগ্রেসে যোগদান এবং সুদীপ রায় বর্মনের সকলকে কংগ্রেসে ফিরে আসার আহবান নিয়ে জিজ্ঞাসা করা হলে মন্ত্রী রতন লাল বলেন আমাদের দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র দেশ , আমাদের ৪০ লক্ষ মানুষ রয়েছে। আর ৪০ লক্ষ্য মানুষ একটা দল করেনা , গণতান্ত্রিক ব্যবস্থাপনায় যার যেটা ভালো লাগবে সেটা করবে। যে যার ইচ্ছা, যে কোন দল করবে সেটা তাদের ইচ্ছা , নিশ্চয় তারা ভেবে নিয়েছে সেটা তাদের জন্য ভালো হবে। তাছাড়া এদিন মন্ত্রী রতন লাল নাথ বলেন সুদীপ রায় বর্মন যে দলই করুক না কেন তাদের সাথে বন্ধুর্তপূর্ণ সম্পর্ক সবসময় থাকবে এবং এই সম্পর্ক যেন আরো গভীর হয় সেই কামনা করেন বলে জানান। পাশাপাশি বর্তমান রাজ্য সরকারের যে স্লোগান সবকা সাথ সবকা বিকাশ , এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা , আত্মনির্ভর ত্রিপুরা এটাকে সামনে রেখেই রাজ্য সরকার চলছে এবং রাজ্যের অধিকাংশ মানুষ বিজেপির পক্ষে রয়েছে ও আগামী দিনেও থাকবে বলে জানান। তাছাড়া তাদের চলে যাওয়াতে দলের কোন ক্ষতি হবে না কেননা একজন গেলে আরেকজন চলে আসবে বলে ওনার বক্তব্যে তুলে ধরেন।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service