জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শুক্রবার আগরতলার নেতাজী সুভাস বিদ্যানিকেতন স্কুল পরিদর্শন করেন বিধায়ক, ডাক্তার দিলীপ দাস, পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব,সদর মহকুমা শাসক অসীম সাহা, নবনির্মিত স্কুল কমিটির সদস্য সহ অন্যান্যরা। নেতাজি সুভাষ বিদ্যানিকেতন স্কুলের পরিকাঠামো, তার পাশাপাশি মাঠ এবং স্কুল এলাকার বাউন্ডারি যাতে প্রতিনিয়ত লাগানো থাকে তারই সঠিক ব্যবস্থা করার জন্য পরিদর্শন করেন। এদিন বিদ্যালয়ের মিড ডে মিলের কি রকমের ব্যবস্থা রয়েছে সেগুলো পরিদর্শন করেন তার পাশাপাশি নেতাজী সুভাসচন্দ্র বিদ্যানিকেতনের পেছনে প্রায় ১০ কানির মতো জায়গা দখল করে রেখেছে সে জায়গাগুলো স্কুলের আয়ত্তে সরকারি নিয়ম অনুযায়ী কিভাবে আনা যায় সেই জায়গা ও পরিদর্শন করেন। এই দিন সংবাদমাধ্যম এর মুখোমুখি হয়ে পুরনিগম এর কমিশনার শৈলেশ কুমার যাদব বলেন নেতাজি সুভাষ বিদ্যানিকেতন বহু পুরানো বিদ্যালয় এই বিদ্যালয়ের অনেকগুলো সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় এবং বিদ্যালয়ের মাঠের পাশে জল জমে যায় সেই জল যাতে না জমে তার জন্য পাকা ড্রেন পৌরনিগম থেকে ব্যবস্থা করবেন বলে জানান তিনি।এদিকে নেতাজী সুভাষচন্দ্র বিদ্যানিকেতন রাজ্যের সুনাম অর্জিত বিদ্যালয় সে বিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি পরিকাঠামোগত উন্নয়ন আরো কিভাবে বাড়ানো যায় সে দিকে লক্ষ্য রেখেই আজকের পরিদর্শন বলে জানান বিধায়ক ডাক্তার দিলীপ দাস।
রাজ্য
নেতাজী সুভাষ বিদ্যানিকেতন স্কুল পরিদর্শনে বিধায়ক ডাঃ দিলীপ দাস, পুর কমিশনার শৈলেশ কুমার যাদব, এবং SDM অসীম সাহা
- by janatar kalam
- 2022-02-11
- 0 Comments
- Less than a minute
- 4 years ago




Leave feedback about this