জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- ত্রিপুরা বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ তথা যুবরাজনগর বিধানসভা নির্বাচনী কেন্দ্র থেকে বর্তমান বিধানসভার নির্বাচিত বিধায়ক রমেন্দ্রচন্দ্র দেবনাথ গতকাল বেলা পৌঁনে একটায় কোলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন । তিনি দীর্ঘদিন ধরেই ডাইবেটিক রোগে আক্রান্ত । নিয়মিত ডাইলসিস নিতেন । তিনি ২০শে মার্চ, ২০০৩ থেকে ১৪ই মার্চ, ২০১৮ পর্যন্ত একনাগাড়ে নবম, দশম এবং একাদশ বিধানসভার অধ্যক্ষ পদে আসীন ছিলেন । তিনিই ত্রিপুরা বিধানসভার একমাত্র অধ্যক্ষ যিনি একনাগাড়ে ১৫ বছর অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বুধবার সকালে কলকাতা থেকে বিমানে করে তার মরদেহ নিয়ে আসা হয় আগরতলা বীরবিক্রম বিমানবন্দরে নিয়ে আসা হয় এদিন সেখানে উপস্থিত ছিলেন সিপিআইএমের পশ্চিম জেলার সাধারণ সম্পাদক রতন দাস, সহ আরো অন্যান্য কর্মী সমর্থক রা। তারপর তার মৃতদেহ নিয়ে আসা হয় আগরতলার বিধানসভায় সেখানে থাকে উপমুখ্যমন্ত্রী শ্রী জিষ্ণু দেববর্মা, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী, বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ব বন্ধু সেন, বিধায়ক সুদীপ রায় বর্মন, সিপিআইএম বিধায়ক রতন ভৌমিক তারপর তাকে সেলামি দেওয়া হয়,। রমেন্দ্র চন্দ্র দেবনাথের মরদেহ নিয়ে যাওয়া হয় মহাকরণে সেখানে ও তাকে শ্রদ্ধা জানান। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের উপমুখ্যমন্ত্রী শ্রী জিষ্ণু দেববর্মা বলেন রেমন্দ্র চন্দ্র দেবনাথ ছিলেন সৎ এবং নিষ্ঠাবান ব্যক্তি এবং উনার সাথে উপমুখ্যমন্ত্রী পারিবারিক সম্পর্ক রয়েছে বলে জানান। পাশাপাশি তিনি আরো বলেন উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন উনার কর্মদক্ষতা সত্যিই প্রশংসনীয় উনার মৃত্যুতে শোকাহত তিনি এবং উনি যেই দায়িত্ব রেখে গেছেন তা পূরণ করতে অসুবিধা হবে বলে জানান।এই দিকে শিক্ষামন্ত্রী বলেন উনার অকাল মৃত্যুতে শোক ব্যক্ত করেন এবং রাজ্যের শিক্ষামন্ত্রী যেদিন থেকে বিধানসভায় এসেছেন সেদিন থেকে উনার সাথে কাজ করেছেন বলে জানান রতন লাল নাথ।
রাজ্য
প্রয়াত বিধায়ক রমেন্দ্র চন্দ্র দেবনাথকে শেষ শ্রদ্ধাজ্ঞ নিবেদন রাজ্য বিধানসভায়
- by janatar kalam
- 2022-02-02
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this