2025-02-24
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

শিক্ষা ব্যবস্থায় ধর্ম চায় না এ ভি বি পি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শিক্ষা ব্যবস্থায় ধর্ম চায় না অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। শিক্ষা প্রতিষ্ঠানে যদি ধর্ম নিয়ে আলোচনা হয় তবে ছাত্রছাত্রীরা পড়াশোনা ছেড়ে ধর্মের পেছনে দৌড়াবে। বিশেষত মিশনারী স্কুলগুলোতে যদি পড়াশোনা করতে হলে ধর্ম পরিবর্তন করতে হয় তাহলে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা উচিত। তামিলনাড়ুতে দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীর আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে সরব বিদ্যার্থী পরিষদ গন ধর্না করে। সোমবার সকালে রাজধানীর রবীন্দ্রভবনের সামনে ধর্না দেখায় ত্রিপুরা প্রদেশ এ ভি বি পি। ধর্মকে কেন্দ্র করেই এই ছাত্রীর আত্মহত্যা বলে অভিযোগ তুলছে সংগঠন। ছাত্রীটিকে ধর্মান্তকরনের জন্য চাপ দেওয়া হচ্ছিল। যা সহ্য করতে না পেরে মেয়েটি আত্মহত্যা করেছে বলে অভিযোগ। এদিকে ঘটনা ধামাচাপা দিতে চাইছে বলে তামিলনাড়ু সরকারের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়েই ধর্ম ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার দাবি তোল এ ভি বি পি। এই বিষয়ে এ ভি বি পি রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে বলে জানান এবিভিপি আগরতলা বিভাগ সংযোজিকা পার্বতী চক্রবর্তী।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service