2025-02-24
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

স্বর্ন কমল জুয়েলাসের ” ভালবাসা থেকে বধুবরন ” শুরু হচ্ছে ২ রা Feb থেকে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সোমবার স্বর্ন কমল জুয়েলার্সের পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এদিনের বৈঠকে স্বর্ন কমল জুয়েলার্স প্রতিষ্ঠানের কর্নধার গোপাল চন্দ্র নাগ বলেন স্বর্ন কমল জুয়েলাসের ” ভালবাসা থেকে বধুবরন ” উৎসব শুরু হতে চলেছে ২ রা Feb থেকে ২৮ শে Feb। এই উৎসব উপলক্ষে লাকি- ড্রতে ১১ টি সোনার কয়েন ও ৫ টি হিরের রিং জেতার সুবর্ণ সুযোগ রয়েছে বলে জানানোর পাশাপাশি, রয়েছে হিরের গহনা মজুরিতে ১০০ % ছাড় সোনার গহনা মজুরিতে ২৫ % ছাড় বলে জানান। তাছাড়া প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার , সাথে পুরানো গহনার পরিবর্তে নতুন হলমার্ক যুক্ত সোনার গহনা কেনাকাটায় সূবর্ণ সুযোগ রয়েছে বলেও জানান তিনি। তাছাড়া সকলকে করোনা বিধি মেনে উৎসবে অংশগ্রহণ এর জন্য অনুরোধ করেন।উৎসবটি সূচনা করেন স্বর্ণ কমল জুয়েলাসের কনধার শ্রী গোপাল চন্দ্র নাগ , জয় নাগ ও দিবাকর নাগ।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service