2025-02-24
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

ত্রিপুরার ন্যায্যমূল্যের দোকান পরিচালক সমিতির উদ্যোগে পুর নিগমের মেয়রকে সম্বর্ধনা প্রদান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- দীপক মজুমদার আগরতলা পুর নিগমের মেয়র পদে নিযুক্ত হওয়ার পর থেকে একের পর এক সংবর্ধনা দেওয়া হচ্ছে তাকে। একই ভাবে রবিবারও ত্রিপুরার ন্যায্যমূল্যের দোকান পরিচালক সমিতির উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারও ডেপুটি মেয়রও 18 নম্বর কাউন্সিলার গৌতম চন্দ্রকে সংবর্ধনা দেওয়া হয়।পাশাপাশি এই অনুষ্ঠানে
শীতবস্ত্র বিতরণ করা হয় দুঃস্থ দের মধ্যে। এদিন রাজধানীর পোস্ট অফিস চৌমুহনী এলাকায় তাদের নিজ অফিসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে মেয়র বলেন,আগের থেকে বিশ্বাস, আস্থা, ভরসা রাজ্যবাসীর অনেক বেড়ে গেছে। রাজনৈতিক লোকদেরও বদনাম থাকে। একটা অংশের লোকের জন্য বদনাম হয়ে যায় বলে মত প্রকাশ করেন।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service