জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- হোমিওপ্যাথি পাশকরা ডাক্তাররা বিগত দুই বছর ধরে রাজ্য সরকার তাদেরকে নিয়োগ করছেন না। রাজ্যে নতুন সরকার আসার পর থেকে প্রায় ৫০০ এর অধিক পাশকরা হোমিওপ্যাথিক ডাক্তার বর্তমানে বেকার অবস্থায় দিনযাপন করছেন। দপ্তরের সাথে তাদের নিয়োগ নিয়ে বরংবার দেখা করার পরও কোন সমাধান হচ্ছে না। বৃহস্পতিবার বি এইচ এমএস পাশ করা ডাক্তাররা তাদের দাবি সনদ নিয়ে জাতীয় স্বাস্থ্য মিশন এর অধিকর্তার নিকট ডেপুটেশনে মিলিত হন। এই দিন সংবাদমাধ্যম এর মুখোমুখি হয়ে বি এইচ এম এস সংঘঠন এর ডাক্তার বলেন বর্তমানে প্রচুর সংখ্যক নতুন ডাক্তার আরো যুক্ত হয়েছেন,। পাশাপাশি কোভিদ পরিস্থিতিতে সব সময় জনগণের পাশে থেকে রাজ্য সরকারকে সহযোগিতা করে গেছেন কিন্তু দপ্তর সেদিকে বিশেষ ভাবে দৃষ্টি আকর্ষণ করছেন না তাই সি এইচ ও নিয়ে সরকার যদি কোন সদউত্তর না দেয় তা হলে বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানান।
রাজ্য
নিয়োগের দাবীতে জাতীয় স্বাস্থ্য মিশনের অধিকর্তার দ্বারস্থ B.H.M.S. ডাক্তাররা
- by janatar kalam
- 2022-01-27
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this