জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- চোরের দলের হাত থেকে রক্ষা পেল না খোদ পৌরনিগম এর মেয়র দীপক মজুমদার এর নিজস্ব অফিস ঘর পাশের কালিমন্দিরও ঘটনা আগরতলার শংকর চৌমুহনী এলাকায়। এই ঘটনার এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে। আগরতলা শংকর চৌমুনী স্থিত এলাকায় আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার এর নিজস্ব অফিস ঘর রয়েছে। বিগত অনেক বছর আগে থেকেই উনি এই জায়গাতে বসে সামাজিক কর্মসূচি পালন করে চলছেন। আগরতলা শহরের উপকণ্ঠে চোরদের তাণ্ডব অব্যাহত থাকবে তাহলে পুলিশ প্রশাসন কি কাজ করবে প্রশ্ন জনগণের। শহরে চোরের দলের তাণ্ডব বেড়ে চলেছে প্রত্যেকদিন শহরের কোন না কোন জায়গায় চুরির ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলছে কিন্তুু পলিশ প্রশাসন উদাসীন। শুক্রবার সকালে এলাকার লোকজন দেখতে পায় মেয়র দীপক মজুমদার এর আফিসের তালা খোলা সাথে সাথে তারা সামনে গিয়ে দেখতে পায় অফিসের ভেতরে সব উল্টো পালটা করে রেখেছেন। সাথে সাথে সাথে মেয়র দীপক মজুমদার কে ঘঠনা জানানো হলে তিনি পশ্চিম থানার পুলিশ কে খবর দেন, পুলিশ ও মেয়র অফিসে ঢুকে দেখতে পান সব কিছু জিনিস উল্টো পালটা করে রেখেছেন চোরের দল এমন কি পাশে কালি মন্দির ছিলো সেখানে ও ঢুকে মন্দিরের প্রনামী বক্সে ও হাত দিয়েছেন। এই দিন ঘটনা সম্পর্কে পশ্চিম থানার পুলিশ সংবাদমাধ্যমকে জানান চুরির ঘটনা বিষয়ে তদন্ত করছে বাইট পুলিশ শহরে প্রত্যেকদিন চুরির ঘটনা ঘটেছে পুলিশ চোরের দলের টিকির নাগাল ও পাচ্ছেন না এবার পুরো নিগমের মেয়র এর নিজস্ব অফিস কক্ষে ও কালী মন্দিরের চুরির ঘটনায় পুলিশ তদন্ত করে কতজন চোরকে ধরতে পারে সেদিকে তাকিয়ে আছে আগরতলা শহরের জনগণ।
রাজ্য
পুর নিগমের মেয়রের নিজস্ব অফিস কক্ষে চুরের হানা, প্রশাসন শীতঘুমে
- by janatar kalam
- 2022-01-21
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this