জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজ রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এডি নগর হেল্থ সাব সেন্টারে কোভিড টিকাকরণ কর্মসূচি পরিদর্শন করেন, এবং পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দেশের প্রধানমন্ত্রী দেশবাসীর জন্য যে নিরাপত্তা সুনিশ্চিত করেছেন তার ব্যাখ্যা দিতে গিয়ে বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে অগ্রাধিকারের ভিত্তিতে দেশের নাগরিকদের জীবনের নিরাপত্তা সুনিশ্চিতিকরণে এক বছর আগে আজকের দিন থেকেই স্বদেশীয় ভাবে প্রস্তুত কোভিড টিকাকরণের সূচনা হয়েছিল। সমগ্র দেশে প্রায় ১৫৭ কোটি কোভিড টিকার ডোজ ইতিমধ্যেই প্রদান করা হয়েছে। টিকা গ্রহণকারীদের মধ্যে ৭৬ কোটি মহিলা। মোদীজির, বিচক্ষণ নেতৃত্বে, সঠিক ব্যবস্থাপনা ও জন জাগ্ৰুপতার ফলশ্রুতিতে, মোট টিকার ৯৯ কোটি গ্রামীণ এলাকায় বন্টনের দ্বারা টিকাকরণের সফল বিকেন্দ্রীকরণ সম্ভবপর হয়েছে। কোভিডের মতো অপ্রস্তুত পরিস্থিতিতে অল্প সময়কালের মধ্যে ভারতের মত বিশাল জনসংখ্যার দেশে, এতো বড় মাত্রায় টিকাকরণের প্রদানের দ্বারা দেশের নাগরিকদের জীবনের সুরক্ষা সুনিশ্চিতকরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। রাজ্যেও ১৫ থেকে ১৮ বছর পর্যন্ত বয়সীদের টিকাকরণসহ কোভিড টিকা প্রদানের দ্রুততার সাথে কাজ চলছে বলে অভিমত ব্যক্ত করেন।
রাজ্য
মোদীজির, বিচক্ষণ নেতৃত্বে, সঠিক ব্যবস্থাপনার ফলশ্রুতিতে, মোট টিকার ৯৯ কোটি গ্রামীণ এলাকায় সফল টিকাকরণ সম্ভবপর হয়েছে- মুখ্যমন্ত্রী
- by janatar kalam
- 2022-01-16
- 0 Comments
- Less than a minute
- 4 years ago




Leave feedback about this