জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বুধবার এন এস আর সি সি ভবনে স্বামী বিবেকানন্দের ১৬০ তম জন্মদিবস পালন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য সংস্কৃতি ও যুব কল্যান ক্রীড়া বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, রাজ্যের সোনার মেয়ে দীপা কর্মকারসহ দপ্তরের অন্যান্য আধিকারীকরা। স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিনের অনুষ্ঠানে মন্ত্রী সুশান্ত চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে বলেন আমাদের জীবনের, আমাদের রাজ্যের, আমাদের সমাজের, আমাদের ভারতবর্ষের ভবিষ্যৎ স্বামীজিকে অনুসরন করে নিজেকে ভাল সমাজের ভাল মানুষ হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করতে হবে এবং তাছাড়া স্বামীজি বলেছিলেন সুস্থ চেতনা, সুস্থ দেহ, সুস্থ মানসিকতা নিয়ে আমরা যদি না এগোতে পারি তাহলে সফলতা আসবে না ও মানসিক মূল্যবোধ আসবে না বলে। পাশাপাশি এদিন তিনি সকলের কাছে আহ্বান রাখেন নেশা ও ড্রাগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য, কেননা খেলাধুলা, শরীরচর্চা আর ড্রাগ একসাথে চলতে পারে না, এই নেশার কবলে পড়ে আমাদের রাজ্যের অনেক যুবক ভাইয়েরা গুনগতমান থাকার সত্বেও নিজের মেধাকে বিকশিত করতে পারেনি নেশার কবলে পড়ে জানান তিনি। এ দিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজ্যের ক্রীড়াবিদদের উপস্থিত ছিল লক্ষণীয়।
রাজ্য
রাজ্যবাসীর কাছে নেশার প্রতি যুদ্ধের আহ্বান মন্ত্রী সুশান্ত চৌধুরীর
- by janatar kalam
- 2022-01-12
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this