জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজ মাননীয় কেন্দ্রীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব জির দ্বারা 12097/আগরতলা – জিরিবাম জন শতাব্দী এক্সপ্রেসের লঞ্চে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই ট্রেনটি আগরতলা, ত্রিপুরা থেকে জিরিবাম, মণিপুরকে সংযুক্ত করবে এবং মাত্র ছয় ঘণ্টায় দূরত্ব অতিক্রম করবে। এদিন এই ট্রেনটির আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বলা চলে এই ট্রেনের সূচনা মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির উত্তর-পূর্বকে দেশের অর্থনীতির অষ্টলক্ষ্মীতে পরিণত করার স্বপ্ন পূরণে এক ধাপ এগিয়ে রাখবে এবং উত্তর-পূর্ব রাজ্যগুলিকে রেলপথের সাথে সংযুক্ত করা এই অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ডের নতুন পথ খুলে দেবে। এদিন সংবাদমাধ্যমের সামনে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন বিগত দিনে সাড়ে ৪ ঘন্টায় আমরা ধর্মনগর পৌছাতে পারতাম, কিন্তু এখন এই ট্রেনের সূচনা হওয়ায় আমরা সাড়ে ৪ ঘন্টায় শিলচর পৌঁছাতে পারবো। এটি দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডবল ইঞ্জিনের সরকারের গতির ফল এবং রাজ্যের নতুন সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ফল। এই ট্রেনের সূচনার ফলে উত্তর ত্রিপুরার জনগনের শিলচর আসা যাওয়ায় সুবিধ হবে বলে আশা ব্যাক্ত করেন।
রাজ্য
সূচনা হল আগরতলা – জিরিবাম জন শতাব্দী এক্সপ্রেসের
- by janatar kalam
- 2022-01-08
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this