2024-12-23
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

বিরোধীদের ঘুম কাড়া জনঢল আছড়ে পড়ল বিবেকানন্দ ময়দানে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্যের ২০২৩ নির্বাচনের পূর্বে শাসক দলের শক্তির মহড়া দেখলো রাজ্যবাসী। বলা চলে দেশের প্রধানমন্ত্রীর রাজ্যে আগমনকে কেন্দ্র করে একপ্রকার নিজেদের জাত চেনাল শাসক বিজেপি। ২০১৮ সালে রাজ্যে ক্ষমতার মসনদে বসার পর রাজ্যের উন্নয়নের ধারায় মুগ্ধ হয়ে ২০২৩ নির্বাচনের পূর্বে রাজ্যের নতুন সরকারের হাত যে শক্ত করলো রাজ্যবাসী তার বহিঃপ্রকাশ ঘটলো আজ। জনঢল ভেঙ্গে পড়েছে রাজধানীর বিবেকানন্দ ময়দানে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকরা এসে এক জায়গায় জড়ো হয়ে সুবিশাল মিছিলের মধ্য দিয়ে বিবেকানন্দ ময়দানে জড়ো হয়েছেন একমাত্র দেশের প্রানপ্রিয় প্রধানমন্ত্রীর আশিস বানী শুনার লক্ষে। বিরোধীরা যতই রাজ্য সরকারকে কালিমালিপ্ত করার অপপ্রয়াস চালাবে ততই প্রধানমন্ত্রী এবং রাজ্যের মানুষের প্রানপ্রিয় মুখ্যমন্ত্রীর জাদুর লাঠি চলবে ততই মসৃনভাবে তা বলার অপেক্ষা রাখে না, কেননা রাজ্যে যেভাবে উন্নয়নের ধারা বইয়ে চলছে তাতে যে আগামী দিনগুলিতেও রাজ্যবাসী উন্নয়নের সরকার বিজেপিকে যে হাতছাড়া করবেন না তা বুঝাই গেলো। কেন্দ্র ও রাজ্যে ডবল ইঞ্জিনের সরকারের উন্নয়নমূলক প্রকল্পের ধারায় রাজ্যবাসী যে আত্মনির্ভর ও নিজ নিজ নতুন কিছু করে দেখানোর সাহস পেয়েছে তা একমাত্র দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশীর্বাদের ফলেই বলে অভিমত ব্যক্ত করেছেন রাজ্য মন্ত্রীসভার অনেকেই। বিগত দিনে আন্তর্জাতিক পরিষেবা থেকে পিছিয়ে ছিল রাজ্যবাসী কিন্তু আজ তা একমাত্র দেশের যশস্বী প্রধানমন্ত্রীর কল্যানেই সফলতা পেল। এর ফলে রাজ্যের বানিজ্যিক বিকাশ যেমন ঘটবে তেমনি রাজ্যের মানুষ বিদেশে অনায়াসে বিচরণ করতে পারবে। রাজ্যের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরনে খুশীর জোয়ার রাজ্যের আপামর জনগনের মাঝে। এদিনের সমাবেশে কার্যকর্তাদের উপস্থিতি ছিল লক্ষনীয়।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service