জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আগামী ৪ঠা জানুয়ারি উদ্বোধন হতে চলেছে রাজ্যে মহারাজা বীর বিক্রম আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । কিন্তু এই আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন এর আগ মুহূর্তে প্রাক্তন পরিবহন দপ্তরের মন্ত্রী মানিক দে সংবাদমাধ্যমের মুখোমুখি হয় রবিবার তাদের সরকারে থাকা কালিন এ বিমানবন্দর নিয়ে কিছু তথ্য তুলেধরেন।তিনি সংবাদমাধ্যমকে বলেন আগরতলা আন্তর্জাতিক বিমানবন্দরের কাজ ২০২১ সাল থেকে শুরু হয়ে গিয়েছিল কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিলেন বিমানবন্দরের কাছে যে সমস্ত বাড়ি ঘর গুলো আছে সেগুলো কে সরাতে হবে তা না হলে আন্তর্জাতিক বিমানবন্দর করা সম্ভব হয় না। সে মোতাবেক সে সময়ে রাজ্যে বামফ্রন্ট সরকারের শাসন চলছিল তখন আগরতলা বিমানবন্দর এলাকায় সমস্ত বাড়ীঘরগুলো সরানোর উদ্যোগ নিয়েছেন রাজ্য সরকার। যার কারণে বর্তমানে আন্তর্জাতিক বিমানবন্দর হয়েছে পাশাপাশি তিনি আরো বলেন শিলচর, হাইলাকান্দি ও অন্যান্য জায়গা থেকে বিমানবন্দরে লোকের ভিড় বাড়ছে তাই আন্তর্জাতিক বিমানবন্দর রাজ্যের জনগণের ক্ষেত্রে সুবিধা হবে বলে এবং বাংলাদেশ ও বিভিন্ন দেশের সাথে সুসম্পর্ক স্থাপনে আগরতলার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর বিমানবন্দরটি নিদর্শন হয়ে থাকবেন কিন্তু এ বিমানবন্দরে পেছনে বাম আমলের সরকারের হাত রয়েছে বলে জানান রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী মানিক দে।
রাজ্য
আন্তর্জাতিক বিমান বন্দর নির্মানে বামেদের ভূমিকা রয়েছে – মানিক
- by janatar kalam
- 2022-01-02
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this