2025-02-24
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

নিজ বাড়িতে গুলিবিদ্ধ এক শিশু

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- কাকরাবন শিলঘাঁটি এলাকায় নিজ বাড়িতে গুলিবিদ্ধ কিশোর জমাতিয়া নামে ১০ বছরের এক শিশু। পরে তার পরিবারের লোকজন তাকে প্রথমে কাকড়াবন হাসপাতালে নিয়ে যায়। শিশুটির অবস্থা বেগতিক দেখে পরে টেপানিয়া হাসপাতালে থেকে অবশেষে জিবি হাসপাতালে নিয়ে আসা হয় উন্নত চিকিৎসার জন্য। ঘটনার বিবরণে জানা যায় বি এস এফে কর্মরত শিশুটির কাকা একটি বন্দুক নিয়ে আসে সেই বন্দুক দিয়ে শিশুটি খেলা করে পরে খেলা করার সময় অজ্ঞাত কারনে হঠাৎ করে বন্দুকটি থেকে গুলি বের হয়ে গুলিটি লাগে শিশুটির পায়ে। পরে সংবাদ মাধ্যমের কর্মীরা শিশুটির পিতার কাছ থেকে ঘটনাটির সঠিক স্পষ্টিকরন চাইলে শিশুটির পিতা সঠিক বয়ান দিতে পারেননি। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service