জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বিরোধী দলে ভাঙ্গন অব্যাহত।মজলিশপুর বিধানসভা কেন্দ্রে এক সভায় মজলিশপুর বিধানসভা কেন্দ্রের ৪৭ ও ৪৮ নং বুথের দীর্ঘ বছরের বামেদের অপশাসনে লাঞ্ছিত ও বঞ্চিত লড়াকু বাম কর্মী-সমর্থকদের ৪৫ টি পরিবারের ১৪০ জন ভোটার সিপিআই(এম) দল ছেড়ে এলাকার বিধায়ক সুশান্ত চৌধুরীর হাত ধরে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। দলত্যাগীদের বক্তব্য “সিপিআই(এম) দলে থেকে কোনও উন্নয়নমূলক কাজ করা যায় না, শুধুই হিংসা আর বিভেদের রাজনীতি করে সিপিআই(এম)দল। হিংসা আর উস্কানিমূলক রাজনীতি চাই না”, এমনই অভিযোগ তুলে গ্রাম তথা গ্রামের মানুষের উন্নয়নের স্বার্থের কথা বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি’র “সবকা সাথ সবকা বিকাশ” -এর উপর আস্থা রেখে আজকের যোগদান বলে জানিয়েছেন। এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে দলত্যাগীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষনীয়।
রাজ্য
৪৫ পরিবারের ১৪০ জন ভোটার বিরোধী সিপিআইএম দল ছেড়ে যোগদান করলেন বিজেপি দলে
- by janatar kalam
- 2021-12-26
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this