জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বৃহস্পতিবার ডুকলি আর ডি ব্লক এর অন্তগত আনন্দনগর ডঃ বি আর আম্বেদকর ইংলিশ মডেল স্কুলের, বয়েজ এবং গার্লস হোস্টেল ও বাংলা মিডিয়াম হোস্টেলের পরিদর্শন করেন এসি ওয়েলফেয়ার মন্ত্রী,ভগবান দাস ও ব্লক চ্যায়ারমেন, আজয় কুমার দাস এবং ডঃ বি আর আম্বেদকর মডেল স্কুলের হেডমিস্ট্রেসসহ অন্যান্য আধিকারিকগন। এদিন মন্ত্রী ভগবান দাস সংবাদ মাধ্যমকে জানান হোস্টেল গুলো পরিদর্শনের পর সামান্য যে বিষয়গুলো রয়েছে দরজা, জানালা থেকে শুরু করে টয়লেটের যে সমস্যা সেগুলি দূর করবেন বলে এবং গুরুতর বিষয় গুলি দপ্তরের ফান্ডিং আসলে সেখান থেকে করা হবে বলে। তাছাড়া অন্যান্য যে হোস্টেল গুলো রয়েছে সেগুলিও পরিদর্শন করবেন এবং জাজা সমস্যা রয়েছে তা দূর করতে ইতিবাচক ভূমিকা নেবেন বলে।
রাজ্য
হোস্টেল পরিদর্শনে এসসি ওয়েলফেয়ার মন্ত্রী ভগবান দাস
- by janatar kalam
- 2021-12-23
- 0 Comments
- Less than a minute
- 4 years ago




Leave feedback about this