2025-02-24
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

আবারো রাজ্যের বেকারদের জন্য খুশির সংবাদ নিয়ে এলো রাজ্য মন্ত্রিসভা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- মঙ্গলবার সন্ধ্যায় মহাকরনে তথ্য-সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিক সম্মেলনে কেবিনেটে রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন মন্ত্রীসভার সিদ্ধান্তের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হল রাজ্যের পঞ্চায়েত দপ্তরে ১১৭৮ জন পঞ্চায়েত এক্সিকিউটিভ হিসাবে নিয়োগের সিদ্ধান্ত, যার পে স্কেল থাকবে ৫৭০০-২৪০০০, গ্রেড পে থাকবে ২৮০০ টাকা, এবং যার বয়সীমা থাকবে ১৮-৪০ বছর ও নিয়োগ করা হবে টিপিএসসি পরীক্ষার মাধ্যমে, তাছাড়া এসটি এসসি এবং দিব্যাঙ্গজনদের জন্য ৫ বছরের এজ রিলেক্সজেশন থাকবে বলে জানান তিনি।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service