2025-02-24
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

যথাযথ মর্যাদায় পালিত হল ৫০তম বিজয় দিবস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজ ১৬ই ডিসেম্বর বৃহস্পতিবার বাংলাদেশের মহান বিজয় দিবস। এবার বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয়ের ৫০ বছর পালন করা হয়েছে। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ১৯৭১ সালের ১৬ ই ডিসেম্বর বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় অর্জন করেন।তারই পরিপ্রেক্ষিতে আগরতলাস্থিত বাংলাদেশ সরকারি হাইকমিশনের উদ্যোগে বিজয় দিবস পালিত হয়। সকালে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। তারপর বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। তারপর সরকারি হাইকমিশনে কর্মরত সকল কর্মচারীরা শপথ বাক্য পাঠ করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী, আগরতলা বাংলাদেশ সরকারের হাইকমিশনার মোঃ জুবায়ের হোসেন, বিধায়ক রেবতী মোহন দাস সহ অন্যান্যরা। বাংলাদেশে মুক্তিযুদ্ধের মহান বিজয় দিবসে বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন অনেক বলিদান এর পরে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে তার পেছনে ত্রিপুরা রাজ্যের ভূমিকা ও গুরুত্বপূর্ণ,সেই সময়ে এিপুরা তে যারা শরনার্থী ছিলেন তাদের কে খাদ্য দিয়েছে চিকিৎসা করেছে অসংখ্য মানুষ এর সাথে জরিত ছিলেন বলে তিনি জানান।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service