জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শুক্রবার আগরতলা শিক্ষা ভবনে টেট ওয়ান পরীক্ষার্থীরা প্রশ্নপত্রের সঠিক মূল্যায়নের বিষয় নিয়ে দপ্তরের আধিকারিক এর নিকট স্মারকলিপি প্রদান করেন। টি আর বি টি অধিনে ২৬,৯,২০২১ তারিখে পরীক্ষার সংক্রান্ত চূড়ান্ত উত্তর কি সহ, প্রশ্ন পুস্তিকা পর্যালোচনা করার জন্য এবং একটি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য টি আর বি টি আধিকারিক প্রত্যুষ রঞ্জন দে এর নিকট স্মারকলিপি প্রদান করেন এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয় টিআর বিটি টেট পরীক্ষার্থীরা সংবাদমাধ্যমকে জানান তাদেরকে বেশ কিছু প্রশ্নপত্রের উত্তরের নম্বর দেওয়া হয়নি কিন্তু যে সমস্ত উত্তরের নম্বর দেওয়া হয়নি তার উপযুক্ত প্রমান তাদের কাছে রয়েছে বলে এবং এই প্রমানসহ একটি আবেদন পত্র টিআরবিটি আধিকারীকের নিকট প্রদান করা হবে বলে।
রাজ্য
টেট ওয়ান পরীক্ষার উত্তরের মুল্যায়নের দাবীতে টিআরবিটি আধীকারিকের নিকট স্মারকলিপি প্রদান
- by janatar kalam
- 2021-12-10
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this