2024-11-08
agartala,tripura
রাজ্য

“SWACHHATA PAKHWADA”– কর্মসূচির অঙ্গ হিসেবে তেলিয়ামুড়া শহরের জনবহুল এলাকায় “স্বচ্ছ ভারত” অভিযান কর্মসূচি পালন করলো “BSF”

জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি:-ভারত সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির “SWACHHATA PAKHWADA”– কর্মসূচির অঙ্গ হিসেবে গোটা দেশ ও রাজ্যের সাথে তাল মিলিয়ে আমাদের তেলিয়ামুড়া শহরের জনবহুল এলাকায় “স্বচ্ছ ভারত” অভিযান কর্মসূচি পালন করে “BSF” তেলিয়ামুড়া সেক্টর হেড কোয়ার্টারের উদ্যোগে পয়লা ডিসেম্বর থেকে ১৫-ই ডিসেম্বর পর্যন্ত । উল্লেখ্য, আজ বৃহস্পতিবার সকাল ৬ টা ৩০ মিনিট নাগাদ তেলিয়ামুড়ার ত্রিশাবাড়ি স্থিত জনবহুল এলাকা রেল স্টেশন সহ আশপাশ গোটা এলাকায় “সাফাই অভিযান” কর্মসূচি পালন করে তেলিয়ামুড়া “BSF”-র ১১৯ এবং ৮০ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা । এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন “BSF” তেলিয়ামুড়ার সেক্টর হেড কোয়ার্টারের “COMMANDENT” অনিল টিথা, ১১৯ ব্যাটেলিয়নের “COMMANDENT” R.S ত্রিবেদী সহ আরও অন্যান্য আধিকারিকেরা ও জওয়ানেরা । এইদিনের এই সাফাই অভিযান কর্মসূচি চলে উৎসবের মেজাজে । পরবর্তীতে “BSF”-র এক উচ্চপদস্থ আধিকারিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান “গত ১-লা ডিসেম্বর থেকে আগামী ১৫-ই ডিসেম্বর পর্যন্ত তেলিয়ামুড়া শহরের বিভিন্ন জনবহুল এলাকায় সাফাই অভিযান কর্মসূচিতে হাত লাগায় তাঁরা । এই সাফাই অভিযান কর্মসূচির মূল উদ্দেশ্যই হলো— সকল সাধারণ মানুষকে স্বচ্ছতার প্রতি সজাগ করা এবং সাফাই কর্মসূচিতে অনুপ্রাণিত হয়ে অংশগ্রহণ করা”।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service